Jio: খরচ কম, অথচ লাভই লাভ! দেখে নিন ১০০ টাকার কমে Jio-র ধামাকাদার প্ল্যান!
- Published by:Piya Banerjee
Last Updated:
Jio: ১০০ টাকার কমে দারুণ সব প্ল্যান রয়েছে জিওর কাছে। আপনি জানেন তো!
#নয়া দিল্লি: রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য একাধিক প্ল্যান অফার করে। গ্রাহকদের সুবিধা অনুযায়ী রিলায়েন্স জিও লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। সম্প্রতি রিলায়েন্স জিও দেশের বেশ কয়েকটি রাজ্যে তাদের ৫জি সার্ভিস চালু করেছে। ভারতে এখন টেলিকম কোম্পানির মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে রিলায়েন্স জিও নিয়ে এসেছে ১০০ টাকার কমে ধামাকাদার প্ল্যান। অন্য দিকে, এই কোম্পানি ১,০০০ টাকার প্ল্যানও অফার করে এবং ৭৫ টাকার মতো খুব সস্তা প্ল্যানও অফার করে। এমন পরিস্থিতিতে, যাঁদের বাজেট কম এবং একটি নতুন প্ল্যান খুঁজছে, তাঁদের জন্য রয়েছে দুটি সেরা বিকল্প। রিলায়েন্স জিও নিয়ে এসেছে কম দামের মধ্যে এই আকর্ষণীয় প্ল্যান।
রিলায়েন্স জিওর ৭৫ টাকার প্ল্যান -
রিলায়েন্স জিওর ১০০ টাকার কমের সেই প্ল্যান হল ৭৫ টাকার প্ল্যান। রিলায়েন্স জিও তাদের জিও ফোন ব্যবহারকারীদের জন্য ৭৫ টাকা দামের একটি প্ল্যান চালু করেছে। ৭৫ টাকার সেই প্ল্যানে গ্রাহকরা ডেটায় অনেক সুবিধা পান। রিলায়েন্স জিওর ৭৫ টাকার এই প্ল্যানে গ্রাহকদের ২৩ দিনের বৈধতা দেওয়া হয়। মাত্র ৭৫ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট ২.৫ জিবি ডেটার সুবিধা পাবেন। অর্থাৎ রিলায়েন্স জিওর এই ৭৫ টাকার প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পুরো ২৩ দিনে ২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও রিলায়েন্স জিওর ৭৫ টাকার এই প্ল্যানে মোট ৫০টি এসএমএস করা যাবে।
advertisement
রিলায়েন্স জিওর ৯১ টাকার প্ল্যান -
রিলায়েন্স জিওর ১০০ টাকার কমে দ্বিতীয় প্ল্যান হল ৯১ টাকার প্ল্যান। রিলায়েন্স জিওর ৯১ টাকার প্ল্যানে গ্রাহকদের মোট ৩ জিবি ডেটা দেওয়া হয়। ৯১ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। রিলায়েন্স জিওর এই প্ল্যানটিও শুধুমাত্র জিও ফোনের জন্য। ৯১ টাকার এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কল করার সুবিধা দেওয়া হয়। এতে ৫০টি এসএমএসের সুবিধাও দেওয়া হয়েছে। বিশেষ বিষয় হল এই সস্তা প্ল্যানের সঙ্গেও জিওর সমস্ত অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়।
advertisement
advertisement
রিলায়েন্স জিওর এই প্ল্যানগুলির বাকি সুবিধাগুলি হল, জিও তার গ্রাহকদের বিনামূল্যে জিও অ্যাপগুলির অ্যাক্সেস দেয়। যেমন - জিও মিউজিক, জিও সিনেমা, জিও সাভনের মতো অ্যাপ। রিলায়েন্স জিওর ১০০ টাকার কম দামের প্ল্যানেও গ্রাহকদের বিনামূল্যে এই অ্যাপ ব্যবহার করার সুবিধা দেওয়া হয়।
view commentsLocation :
First Published :
December 13, 2022 10:09 PM IST

