সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা! Jio আনল ধামাকা প্ল্যান, কত খরচ দেখে নিন

Last Updated:

Jio- অনেকেই রিচার্জ প্ল্যানের সঙ্গে ভাউচার প্ল্যানও চান। তাঁদের কথা মাথায় রেখেই এই নতুন ৫ জি ভাউচার প্ল্যান নিয়ে এসেছে জিও।

Jio New Year Welcome Plan
Jio New Year Welcome Plan
কলকাতা : সস্তায় আনলিমিটেড ৫জি ডেটা। ধামাকাদার প্ল্যান নিয়ে এল জিও। গ্রাহক নিজে ব্যবহার করতে পারেন। পাশাপাশি বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজনকে উপহারও দিতে পারেন এই নয়া ভাউচার। দাম মাত্র ৬০১ টাকা।
অনেকেই রিচার্জ প্ল্যানের সঙ্গে ভাউচার প্ল্যানও চান। তাঁদের কথা মাথায় রেখেই এই নতুন ৫ জি ভাউচার প্ল্যান নিয়ে এসেছে জিও। মাই জিও অ্যাপ থেকে এই ডেটা ভাউচার প্ল্যান কিনতে পারবেন ইউজাররা। পাবেন ১২ মাসের জন্য আনলিমিটেড ৫ জি ডেটা। ইউজার মাসিক বা ত্রৈমাসিক প্ল্যানেও এই ভাইচার ব্যবহার করতে পারেন। তবে কিছু শর্ত রয়েছে।
advertisement
আরও পড়ুন- নতুন বছরেই ধামাকা, ৭ জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 13, দাম কত?
আগে থেকে কোনও রিচার্জ প্ল্যানে থাকতে হবে। যাঁরা আনলিমিটেড ৫জি ভাউচার পেতে চান, তাঁদের মাসিক বা ত্রৈমাসিক রিচার্জ করাতে হবে, যার অন্তত ১.৫ জিবি ৪জি ডেটা লিমিট আছে। ৬০১ টাকার জিও ট্রু ৫জি গিফট ভাউচার প্ল্যানে ১২টি ৫জি আপগ্রেড ভাউচার দেওয়া হচ্ছে। মাই জিও অ্যাপ থেকে এগুলো রিডিম করা যায়।
advertisement
advertisement
যে সব ইউজার প্রতিদিন ১জিবি ডেটা প্ল্যান ব্যবহার করছেন কিংবা ১৮৯৯ টাকার জিও-এর সবচেয়ে সস্তার বার্ষিক প্ল্যানে রিচার্জ করেছেন, তাঁরা জিও ট্রু ৫জি গিফট ভাউচার প্ল্যান ব্যবহার করতে পারবেন না।
ইউজাররা এই জিও ট্রু ৫জি গিফট ভাউচার নিজের জন্য কিনতে পারেন বা মাই জিও অ্যাপের মাধ্যমে অন্য কাউকে উপহার দিতে পারেন। তবে, উপহার দেওয়ার আগে নিশ্চিত হতে হবে, যাঁকে ভাউচার দেওয়া হচ্ছে তিনি উপযুক্ত বেস প্ল্যানে আছেন কি না। তবেই তিনি এটা ব্যবহার করতে পারবেন, নাহলে পুরো টাকাই জলে যাবে।
advertisement
আরও পড়ুন- আপনার মন পড়বে এবার রোবট! বিরাট আবিষ্কার, আর একাকিত্ব থাকবে না!
১৯৯ টাকা, ২৩৯ টাকা, ২৯৯ টাকা, ৩১৯ টাকা, ৩২৯ টাকা, ৫৭৯ টাকা, ৬৬৬ টাকা, ৭৬৯ টাকা, এবং ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও-এর আনলিমিটেড ৫জি ডেটা ভাউচার ব্যবহার করা যাবে। বেস প্ল্যানের মেয়াদের উপর নির্ভর করে সীমাহীন ৫জি ভাউচারের মেয়াদ নির্ধারিত হবে। যার সর্বাধিক বৈধতা ৩০ দিন।
advertisement
ভাউচার অ্যাক্টিভেট হয়ে গেলে, ইউজার প্রতিদিন ৩ জিবি ৪জি ডেটা লিমিট পাবেন, সঙ্গে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ৫ জি ডেটা। এখানে বলে রাখা ভাল, ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকায় জিও-এর ৫জি ভাউচার প্ল্যান রয়েছে। এর মেয়াদ যথাক্রমে এক মাস, দুই মাস এবং তিন মাস।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা! Jio আনল ধামাকা প্ল্যান, কত খরচ দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement