IRCTC : চার ধাম ট্যুর প্যাকেজ IRCTC-র, দেখে নিন যাত্রার দিনক্ষণ, খরচ কত, জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
IRCTC- আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপী এই তীর্থযাত্রা। ভারতের মোট চারটি বিখ্যাত তীর্থস্থানে যাবেন পুণ্যার্থীরা। এগুলি হল - উত্তরে বদ্রীনাথ, পূর্বে পুরী জগন্নাথ, দক্ষিণে রামেশ্বরম এবং পশ্চিমে দ্বারকা।
নয়াদিল্লি: তীর্থযাত্রী এবং পুণ্যার্থীদের জন্য দারুণ সুখবর! কারণ সম্প্রতি একটি বিশেষ Char Dham Tour Package আনল IRCTC। এতে সুবিধা হবে পুণ্যার্থী এবং পর্যটকদের। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপী এই তীর্থযাত্রা। ভারতের মোট চারটি বিখ্যাত তীর্থস্থানে যাবেন পুণ্যার্থীরা। এগুলি হল – উত্তরে বদ্রীনাথ, পূর্বে পুরী জগন্নাথ, দক্ষিণে রামেশ্বরম এবং পশ্চিমে দ্বারকা।
Bharat Gaurav Deluxe AC Tourist Train-এর মাধ্যমে এই ট্যুরটি করা হচ্ছে। ফলে তীর্থযাত্রীরা এক আরামদায়ক এবং ঝঞ্ঝাটহীন অভিজ্ঞতা লাভ করতে পারবেন। দ্য ডেলি জাগরণ-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এই উদ্যোগের মাধ্যমে আসলে সরকারের দেখো আপনা দেশ এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারত অভিযানকে আরও সমর্থন করা যাবে। আসলে এই অভিযান চালানো হচ্ছে দেশীয় পর্যটনকে আরও মজবুত করার জন্যই।
advertisement
এই ট্যুরের খরচ কত পড়বে?
advertisement
মাল্টিপল বা একাধিক ক্লাস বেছে নিতে পারবেন যাত্রীরা:
3AC – ১,২৬,৯৮০ টাকা
2AC – ১,৪৮,৮৮৫ টাকা
1AC Cabin – ১,৭৭,৬৪০ টাকা
1AC Coupe – ১,৯২,০২৫ টাকা
এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রেলে যাতায়াত, এসি হোটেলে থাকা, নিরামিষ খাবার, এসি গাড়িতে সাইটসিইং, ট্র্যাভেল ইনস্যুরেন্স বা ভ্রমণ বিমা এবং একজন ট্যুর ম্যানেজারের পরিষেবা।
advertisement
আরও পড়ুন- E20 পেট্রোল আসলে কী? হাই-গ্রেড পেট্রোলে কি কম পরিমাণে ইথানল থাকে? জেনে নিন
এই প্যাকেজ বুক করার উপায় কী?
অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফার্স্ট-কাম এবং ফার্স্ট-সার্ভড বেসিসে টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীরা দিল্লির সফদরজঙ্গ, গাজিয়াবাদ, মেরঠ সিটি এবং মুজফ্ফরনগর থেকে ট্রেন ধরতে পারবেন।
কোন কোন মন্দির ঘুরিয়ে দেখানো হবে?
advertisement
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপী সফর। যাত্রাপথ নিম্নলিখিত:
উত্তর: বদ্রীনাথ এবং জোশীমঠ। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বদ্রীনাথ মন্দির, মানা গ্রাম, রাম ঝুলা এবং ত্রিবেণী ঘাট।
পূর্ব: বারাণসী। এখানে ঘুরিয়ে দেখানো হবে কিংবদন্তি কাশী বিশ্বনাথ মন্দির এবং তার করিডর।
পূর্ব এবং উপকূল: পুরী। জগন্নাথ মন্দির, পুরী সমুদ্র সৈকত, কোনার্ক সূর্য মন্দির এবং চন্দ্রভাগা সৈকত।
advertisement
দক্ষিণ এবং পশ্চিম: রামেশ্বরম রামনাথস্বামী মন্দির, ধনুশকোডি, পুণের ভীমশঙ্কর মন্দির, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকার দ্বারকাধীশ মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বেট দ্বারকা।
সফরের ১৭-তম দিনে দিল্লি ফিরবে ট্রেনটি।
Bharat Gaurav Deluxe AC Tourist Train-এ কেন ভ্রমণ করতে হবে?
ট্রেনটি একাধিক আধুনিক সুবিধা প্রদান করবে। এর মধ্যে অন্যতম হল – ফাইন ডাইনিং রেস্তোরাঁ, শাওয়ার কিউবিকল, সেন্সর-ভিত্তিক ওয়াশরুম এবং ফুট ম্যাসাজার। নিরাপত্তার জন্য প্রত্যেকটি কোচে থাকবে সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা আধিকারিক। নিজেদের আরাম এবং পছন্দের উপর ভিত্তি করে AC-I, AC-II এবং AC-III ক্লাস বেছে নিতে পারবেন তীর্থযাত্রীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 3:47 PM IST