iPhone 14-এর মতো দেখতে হবে iPhone SE 4! জোর জল্পনা চলছে Apple-এর আসন্ন ফোনটি ঘিরে
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
iPhone SE 4 দেখতে অনেকটাই iPhone 14-এর মতো হতে পারে। তবে এটি ফ্ল্যাট ডিজাইনে তৈরি হতে পারে। কোন টাচ আইডি হোম বোতাম নাও থাকতে পারে। পরিবর্তে, এতে থাকতে পারে, অল-স্ক্রিন ডিজাইন থাকবে। আনলক করার জন্য ফেস আইডি ব্যবহার করার ব্যবস্থা থাকতে পারে।
Apple কি আনছে সাশ্রয়ী মূল্যে চতুর্থ-প্রজন্মের iPhone SE! কানাঘুষো চলছে তেমনই। এই বিষয়ে কাজ চলছে আমেরিকান টেক-জায়ান্টের ঘরে, জানা গিয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যেই এই ফোন লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে অনেকেই বলেছিলেন iPhone SE 4-এ বড় পরিবর্তন আনতে পারে Apple।
MacRumors-এর মতে, শেষ পর্যন্ত বদলাতে চলেছে iPhone SE–এর ডিজাইন। এর আগে পর্যন্ত iPhone 8-এর ডিজাইনেই চলত SE। এবার iPhone SE–4 আসতে চলেছে আরও আধুনিক লুক। এমনকী এর ডিসপ্লে সাইজও বাড়বে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, এটি বেস মডেল iPhone 14-এর সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হতে পারে।
তবে iPhone SE-4-এর ক্ষেত্রে iPhone 14-এ কিছু পরিবর্তনও করা হবে। MacRumors আরও কিছু নতুন তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, iPhone SE 4 দেখতে অনেকটাই iPhone 14-এর মতো হতে পারে। তবে এটি ফ্ল্যাট ডিজাইনে তৈরি হতে পারে। কোনও টাচ আইডি হোম বোতাম নাও থাকতে পারে। পরিবর্তে, এতে থাকতে পারে, অল-স্ক্রিন ডিজাইন থাকবে। আনলক করার জন্য ফেস আইডি ব্যবহার করার ব্যবস্থা থাকতে পারে।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, iPhone SE–4-এর ওজন ১৬৫ গ্রাম হতে পারে। iPhone 14-এর চেয়ে প্রায় ৬ গ্রাম কম হতে পারে এর ওজন। কেন কমছে ওজন! সম্ভবত এই ফোনটিতে সিঙ্গল ক্যামেরা ডিজাইনের কথা ভাবছে Apple।
iPhone SE 4-এ থাকতে পারে, একটি সিঙ্গল ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। মনে করা হচ্ছে ‘পোর্টল্যান্ড’ নামে এটি নিয়ে কাজ চলছে।
advertisement
iPhone SE-তে এর আগে যতগুলি মডেল লঞ্চ করছে, সবেতেই সিঙ্গল-ক্যামেরা ডিজাইন লাইন ব্যবহার করা হয়েছে, ফ্ল্যাশ লাইট-সহ। সেক্ষেত্রে এই ক্যামেরার জন্যই iPhone SE–4-র ওজন কমছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আর কোনও কারণ থাকতে পারে না।
MacRumors বলেছে, iPhone 14-এর মতোই এই চতুর্থ প্রজন্মের iPhone SE–তেও 6013T6 অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। ব্যাকপ্লেটে থাকতে পারে কাচ।
advertisement
iPhone SE–4-এর প্রোটোটাইপগুলি কালো রঙেই দেখা গেছে। iPhone 14-এর মিডনাইট ভেরিয়েন্টের সঙ্গে তার মিল রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 7:50 PM IST