iPhone 14-এর মতো দেখতে হবে iPhone SE 4! জোর জল্পনা চলছে Apple-এর আসন্ন ফোনটি ঘিরে

Last Updated:

iPhone SE 4 দেখতে অনেকটাই iPhone 14-এর মতো হতে পারে। তবে এটি ফ্ল্যাট ডিজাইনে তৈরি হতে পারে। কোন টাচ আইডি হোম বোতাম নাও থাকতে পারে। পরিবর্তে, এতে থাকতে পারে, অল-স্ক্রিন ডিজাইন থাকবে। আনলক করার জন্য ফেস আইডি ব্যবহার করার ব্যবস্থা থাকতে পারে।

iPhone 14-এর মতো দেখতে হবে iPhone SE 4! জোর জল্পনা চলছে Apple-এর আসন্ন ফোনটি ঘিরে
iPhone 14-এর মতো দেখতে হবে iPhone SE 4! জোর জল্পনা চলছে Apple-এর আসন্ন ফোনটি ঘিরে
Apple কি আনছে সাশ্রয়ী মূল্যে চতুর্থ-প্রজন্মের iPhone SE! কানাঘুষো চলছে তেমনই। এই বিষয়ে কাজ চলছে আমেরিকান টেক-জায়ান্টের ঘরে, জানা গিয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যেই এই ফোন লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে অনেকেই বলেছিলেন iPhone SE 4-এ বড় পরিবর্তন আনতে পারে Apple।
MacRumors-এর মতে, শেষ পর্যন্ত বদলাতে চলেছে iPhone SE–এর ডিজাইন। এর আগে পর্যন্ত iPhone 8-এর ডিজাইনেই চলত SE। এবার ‌iPhone SE–4 আসতে চলেছে আরও আধুনিক লুক। এমনকী এর ডিসপ্লে সাইজও বাড়বে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, এটি বেস মডেল iPhone 14-এর সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হতে পারে।
তবে ‌iPhone SE‌-4-এর ক্ষেত্রে ‌iPhone 14-এ কিছু পরিবর্তনও করা হবে। MacRumors আরও কিছু নতুন তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, iPhone SE 4 দেখতে অনেকটাই iPhone 14-এর মতো হতে পারে। তবে এটি ফ্ল্যাট ডিজাইনে তৈরি হতে পারে। কোনও টাচ আইডি হোম বোতাম নাও থাকতে পারে। পরিবর্তে, এতে থাকতে পারে, অল-স্ক্রিন ডিজাইন থাকবে। আনলক করার জন্য ফেস আইডি ব্যবহার করার ব্যবস্থা থাকতে পারে।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, ‌iPhone SE–4-এর ওজন ১৬৫ গ্রাম হতে পারে। ‌iPhone 14-এর চেয়ে প্রায় ৬ গ্রাম কম হতে পারে এর ওজন। কেন কমছে ওজন! সম্ভবত এই ফোনটিতে সিঙ্গল ক্যামেরা ডিজাইনের কথা ভাবছে Apple।
‌iPhone SE‌ 4-এ থাকতে পারে, একটি সিঙ্গল ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। মনে করা হচ্ছে ‘পোর্টল্যান্ড’ নামে এটি নিয়ে কাজ চলছে।
advertisement
‌iPhone SE-তে এর আগে যতগুলি মডেল লঞ্চ করছে, সবেতেই সিঙ্গল-ক্যামেরা ডিজাইন লাইন ব্যবহার করা হয়েছে, ফ্ল্যাশ লাইট-সহ। সেক্ষেত্রে এই ক্যামেরার জন্যই ‌iPhone SE–4-র ওজন কমছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আর কোনও কারণ থাকতে পারে না।
MacRumors বলেছে, iPhone 14-এর মতোই এই চতুর্থ প্রজন্মের ‌iPhone SE–তেও 6013T6 অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। ব্যাকপ্লেটে থাকতে পারে কাচ।
advertisement
‌iPhone SE–4-এর প্রোটোটাইপগুলি কালো রঙেই দেখা গেছে। ‌iPhone 14‌-এর মিডনাইট ভেরিয়েন্টের সঙ্গে তার মিল রয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 14-এর মতো দেখতে হবে iPhone SE 4! জোর জল্পনা চলছে Apple-এর আসন্ন ফোনটি ঘিরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement