Google Map: ইন্টারনেট ছাড়াই চলবে Google Map! জেনে নিন গোপন কায়দা

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করার উপায়।

ইন্টারনেট ছাড়াই চলবে গুগল ম্যাপ! জেনে নিন গোপন কায়দা
ইন্টারনেট ছাড়াই চলবে গুগল ম্যাপ! জেনে নিন গোপন কায়দা
বর্তমানে গুগল ম্যাপ প্রায় সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ যখনই কেউ একটি নতুন জায়গায় যান, তখন গুগল ম্যাপ সবসময় কাজে আসে৷ এটি প্রচুর ফিচারের সঙ্গে আসে, যা এটিকে কেবল একটি মানচিত্রের চেয়েও বেশি করে তোলে।
‘গুগল ম্যাপস অফলাইন’ নামে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যা এর ব্যবহারযোগ্যতা বাড়ায়। বিশেষ করে কেউ যদি এমন কোনও স্থানে যাওয়ার পরিকল্পনা করেন, যেখানে ভাল নেটওয়ার্ক কভারেজ না পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও পাওয়া সম্ভব নয়।
আবার অনেকে সময় কারও ফোনের মোবাইল ডেটা শেষ হয়ে গেলেও এই ফিচার ব্যবহার করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করার উপায়।
advertisement
advertisement
গুগল ম্যাপের এই বৈশিষ্ট্যটির সাহায্যে, ইউজাররা কেবল অফলাইন ব্যবহারের জন্য সেটি ডাউনলোড করতে পারেন। একবার ইউজাররা একটি গুগল ম্যাপ ডাউনলোড করলে, সেই মানচিত্রের সঙ্গে অফলাইনে অনুসন্ধান করতে এবং দিকনির্দেশ পেতে সক্ষম হবেন। এটি করার জন্য ইউজারদের নির্দিষ্ট কয়েকটি উপায় অবলম্বন করতে হবে।
advertisement
অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড –
একটি ম্যাপ ডাউনলোড করতে, নিজেদের ফোনের গুগল ম্যাপ অ্যাপে যেতে হবে – এটি অ্যান্ড্রয়েড বা আইওএস কি না তা বিবেচ্য নয়। এখন স্ক্রিনের উপরের বাম কোণে ‘হ্যামবার্গার’ মেনু আইকনে ক্লিক করতে হবে এবং ‘Offline maps’-এ ক্লিক করতে হবে। উল্লেখযোগ্যভাবে, অ্যান্ড্রয়েডের আপডেট হওয়া সংস্করণগুলিতে, এই মেনুটি অনুসন্ধান বারের কাছে উপরের ডানদিকে কোণে ব্যবহারকারীর প্রোফাইল ছবিতে ট্রান্সফার হয়েছে।
advertisement
এরপর স্ক্রিনের ‘Select Your Own Map’ বাটনে ক্লিক করতে হবে এটি একটি নীল বাক্স সহ একটি মানচিত্র ওপেন করবে। ইউজাররা জুম আউট করতে ক্লিক করতে পারেন এবং নীল বাক্সের মধ্যে যে অঞ্চলটি ডাউনলোড করতে চান তা মানানসই করতে মানচিত্রের উপর স্ক্রল করতে পারে। এখানে অন্য কোনও সার্চ অপশন নেই, তাই এটিই একমাত্র উপায় যার মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দের এলাকা সিলেক্ট করতে পারেন।
advertisement
একবার ইউজাররা যে এলাকাটি ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করলে, অফলাইন ব্যবহারের জন্য মানচিত্রটি সেভ করতে ইউজারদের কত পরিমাণ ডেটার প্রয়োজন হবে তা দেখা যাবে। ইউজাররা যদি সেই ডেটা খরচ করতে রাজি থাকেন, তাহলে নিচের ‘Download’ বাটনে ক্লিক করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Map: ইন্টারনেট ছাড়াই চলবে Google Map! জেনে নিন গোপন কায়দা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement