বেহাত হলেও ভয় নেই! শত চেষ্টাতেও খুলবে না পাসওয়ার্ড, নতুন ফিচার iPhone-এ

Last Updated:

যেহেতু এই ফিচারটিকে বলা হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন, ফলে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে চুরি যাওয়া ডিভাইসকে সুরক্ষিত রাখাই এর কাজ।

বেহাত হলেও ভয় নেই! শত চেষ্টাতেও খুলবে না পাসওয়ার্ড, নতুন ফিচার iPhone-এ
বেহাত হলেও ভয় নেই! শত চেষ্টাতেও খুলবে না পাসওয়ার্ড, নতুন ফিচার iPhone-এ
Apple আনছে এক নতুন সুরক্ষা ব্যবস্থা। জানা গিয়েছে iOS 17.3-এ Stolen Device Protection চালু হচ্ছে iPhone-এর জন্য।
ইদানীং বেশ কিছু অভিযোগ উঠেছে iPhone চুরির। সেক্ষেত্রে যদি বেআইনি ভাবে কেউ পাসকোড অ্যাক্সেস করে iPhone-এ, তাহলে এই ফিচারটি সুরক্ষা দেবে৷ যেহেতু এই ফিচারটিকে বলা হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন, ফলে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে চুরি যাওয়া ডিভাইসকে সুরক্ষিত রাখাই এর কাজ। অর্থাৎ, ধরা যাক যদি কারও iPhone চুরি যায় এবং চোর তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করে পাসকোড দিয়ে, তখনই কাজ করতে শুরু করবে এই বিশেষ ফিচার।
advertisement
কীভাবে কাজ করে—
যদি iPhone কোনও অপরিচিত অবস্থানে থাকে, তখন পাসওয়ার্ড, Apple কার্ডের জন্য আবেদন করা, লস্ট মোড বন্ধ করা, iPhone ইরেজ করা বা অর্থ লেনদেন পদ্ধতি ব্যবহার করার জন্য বায়োমেট্রিক্সের প্রয়োজন হবে। পাসকোড কাজ করবে না।
advertisement
advertisement
iPhone-এ iOS 17.3 পাওয়ার উপায়—
iOS 17.3 রোল আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। অথবা, নিজের ডিভাইসে আগেই ডাউনলোড করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীকে ডেভলপার বিটাতে যোগ দিয়ে ফোন আপডেট করতে হবে। এজন্য প্রথমে—
নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে General-এ ট্যাপ করতে হবে।
এরপর Software Update-এ গিয়ে Beta Updates-এ ট্যাপ করতে হবে।
advertisement
এরপর iOS 17 Dveloper Beta বেছে নিতে হবে।
এবার Back-এ ট্যাপ করে দেখে নিতে হবে আপডেট হয়েছে কিনা।
Stolen Device Protection চালু করার উপায়—
প্রথমে নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে Face ID & Passcode-এ ট্যাপ করতে হবে।
এরপর নিজের পাসকোড ব্যবহার করে Stolen Device Protection-এ গিয়ে On Protection বেছে নিতে হবে।
advertisement
ইদানীং পাসকোড লক্ষ্য করে তবে iPhone চুরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাই এই ফিচারের কথা ভেবেছে সংস্থা। তবে Apple এখনও iOS 17.3 রিলিজ-এর দিনক্ষণ ঘোষণা করেনি। মনে করা হচ্ছে চলতি জানুয়ারির শেষের দিকেই তা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বেহাত হলেও ভয় নেই! শত চেষ্টাতেও খুলবে না পাসওয়ার্ড, নতুন ফিচার iPhone-এ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement