আরও নিরাপত্তা পাবে Google Chrome! নতুন ফিচার কীভাবে কাজ করবে জেনে নিন বিস্তারিত
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
কুকিজ হল এমন সফটওয়্যার ট্র্যাকার যা হিসেব রাখে ওয়েব ব্রাউজারেকে কতক্ষণ সময় কাটালেন।
প্রযুক্তি উন্নত হচ্ছে প্রায় প্রতিদিন। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি, প্রতারণা। এবার ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে Google Chrome-এ আসছে আরও জোরাল ফিচার—Google Tracking Protection। এই মুহূর্তে ডেস্কটপ বা Android ব্যবহারকারীদের মাত্র এক শতাংশের উপরই এই ফিচার চালু করেছে সংস্থাটি।
বিষয়টি জানতে গেলে আগে জানা দরকার কুকিজ এবং থার্ড-পার্টি কুকিজ কী?
কুকিজ হল এমন সফটওয়্যার ট্র্যাকার যা হিসেব রাখে ওয়েব ব্রাউজারে কে কতক্ষণ সময় কাটালেন।
যদি দেখা যায় ব্যবহারকারী যে ওয়েবসাইটে গিয়েছেন তার থেকে আলাদা কোনও কুকিজ তাঁর ডিভাইসে সেট হয়েছে, তাহলে বুঝতে হবে সেটি থার্ড-পার্টি কুকিজ। এই থার্ড-পার্টি কুকিজই ব্যবহারকারীকে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। এটা নতুন কোনও বিষয় নয়। গত প্রায় তিন দশক ধরেই বিশ্ব শাসন করছে কুকিজ।
advertisement
advertisement
Google-এর এই নতুন ফিচার এই ধরনের ক্রস সাইট ট্র্যাকিং-এর উপর নিয়ন্ত্রণ জারি করবে। যাতে থার্ড-পার্টি কুকিজ ডিফল্ট ভাবে ওয়েবের দখল নিতে না পারে। ২০২৪ সালের শেষার্ধেই সকলের জন্যই এই ফিচার চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
কিন্তু তাহলে Google-এর কী হবে? তারা ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাবে কীভাবে?
সংস্থার দাবি, তারা নানা ভাবে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্থা বলেছে, ওয়েবকে আরও ব্যক্তিগত রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে বিপণনের জন্য বিশেষ টুল ব্যবহার করা হবে যাতে উচ্চ মানের কনটেন্ট সহজের ব্যবহার করা যায়। তা সে নতুন কোনও প্রবন্ধ হোক বা ভিডিও, শিক্ষাসংক্রান্ত তথ্য, কোনও কমিউনিটি সাইট বা অন্য যেকোনও ওয়েব কনটেন্ট।
advertisement
আসলে Google তার নিজস্ব ব্যবহারকারীদের আগ্রহের বিষয়গুলি সংরক্ষণ করে রাখতে চাইছে। তাঁরা কোন কোন ওয়েবসাইটে গেলেন তার ভিত্তিতেই তৈরি করা হবে তথ্যের তালিকা। সেগুলি পাবলিশার এবং অ্যাডভার্টাইজারদের কাছে দেবে Google। কিন্তু ঠিক কোন ওয়েবসাইট-এ গিয়েছিলেন ব্যবহারকারী তা জানাবে না।
ব্যবহারকারীর ডিভাইসেই সঞ্চিত থাকবে সমস্ত তথ্য। কোনও ভাবেই তা ওয়েবসাইটের কাছে দেওয়া হবে না। Chrome কোনও ভাবেই ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি Google-এর কাছে ফাঁস করবে না। তবে আগ্রহের বিষয়টি জানাবে।
advertisement
এর আগেই এমন ফিচার এনেছে Apple-এর Safari ব্রাউজার। সেখানে Do Not Track বলে একটি ফিচার রয়েছে। একই রকম ফিচার রয়েছে Edge-এও।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 7:57 PM IST