Geyser: সাবধান, গিজারের জলে স্নান করছেন? এই ভুল করলেই হতে পারে মারাত্মক বিপদ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। নাহলে বড় বিপদে পড়তে হতে পারে।
advertisement
advertisement
এখন বেশিরভাগ গিজারেই কাটঅফ বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ গিজারের জল গরম হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক পুরনো গিজারে এবং এখনও এই ধরনের মডেল রয়েছে যেখানে কাটঅফ বৈশিষ্ট্য উপলব্ধ নেই। এমন অবস্থায় মনে রাখবেন জল গরম হয়ে গেলে আপনি গিজারও বন্ধ করে দিন। অনেক সময় অনেকক্ষণ চালাতে গিয়ে গিজার নষ্ট হয়ে যায়।
advertisement
এক্সজস্ট ফ্যান আবশ্যক: আপনি যদি গিজার ব্যবহার করেন, তবে মনে রাখবেন আপনার বাথরুমে অবশ্যই একটি এক্সজস্ট ফ্যান লাগানো উচিত। বলা হয়, সঠিক বায়ুচলাচল না থাকলে কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে। তাই গিজার ছাড়াও বাথরুমে একটি এক্সজস্ট ফ্যান লাগানোও জরুরি, যাতে স্নান করার সময় তা থেকে বের হওয়া গ্যাস বাথরুমে না জমে, কারণ এই গ্যাস আপনার শরীরেরও ক্ষতি করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement