হোম /খবর /মোবাইল /
আরও বাড়বে iPhone-এর দাম! বদলে যাচ্ছে ক্যামেরা! কত হতে পারে দাম? জেনে নিন

আরও বাড়বে iPhone-এর দাম! বদলে যাচ্ছে ক্যামেরা! কত হতে পারে দাম? জেনে নিন বিস্তারিত

iPhone 14 ঠিক কেমন হবে, দাম কত হবে, তা জানতে অপেক্ষা তো করতেই হবে।

  • Share this:

#নয়াদিল্লি: বাজারে আসতে চলেছে Apple-এর নতুন iPhone 14 সিরিজ। আর তা নিয়ে বিস্তর উৎসাহ রয়েছে সারা বিশ্বের মানুষের। কিন্তু এরই মধ্যে খবর, আরও দামী হতে পারে নতুন সিরিজের ফোন। গত মঙ্গলবার iPhone 14 নিয়ে একটি খবর ছড়িয়েছে নেট মাধ্যমে। আর তা থেকে শুরু হয়েছে দাম বৃদ্ধির জল্পনা।

জানা গিয়েছে, নিজের ফ্রন্ট ক্যামেরা (Front Camera)-য় বদল আনতে চলেছে Apple, আর তা সময়ের আগেই। এতদিন জানা যাচ্ছিল iPhone 15 সিরিজের ফ্রন্ট ক্যামেরা দেবে কোরিয়ান (Korean) কোম্পানি LG। সেই মর্মে LG Innotek-এর সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। কিন্তু সেই চুক্তি এগিয়ে এনে iPhone 14-এ নতুন ক্যামেরা ব্যবহার করতে পারে Apple। সে ক্ষেত্রে বাদ পড়ে যাবে এতদিন Apple-কে ফ্রন্ট ক্যামেরা জোগান দিয়ে আসা চিনা কোম্পানি। ক্যামেরার উন্নতির সঙ্গে সঙ্গে এসে পড়ছে দামের প্রসঙ্গও। ওয়াকিবহাল মহলের ধারণা iPhone-এর দাম বেশ খানিকটা বাড়াবে Apple। কিন্তু প্রশ্ন হল, মূল্য বৃদ্ধির সঙ্গে কি তাল মেলাতে পারবে গুণমান?

সম্প্রতি এক কোরিয়ান সংবাদ মাধ্যমেই Apple-এর এই ক্যামেরা বদলের প্রসঙ্গ উঠে এসেছে। তারা একই সঙ্গে উল্লেখ করেছে মূল্য বৃদ্ধি প্রসঙ্গটি। ওই সংবাদ মাধ্যমের দাবি, এই বদলের ফলে iPhone-এর ফ্রন্ট ক্যামেরা Low-end থেকে Hing-end-এ উন্নীত হবে। সে জন্য দাম বাড়বে প্রায় তিন গুণ।

আরও  পড়ুন: এবার 3D অবতারেও দেখা যাবে শ্রবণযন্ত্র, হুইলচেয়ার: পরিবর্তন আনতে চলেছে Meta

ওই প্রতিবেদনেই বলা হয়েছে এতদিন Apple, এমনকী iPhone 13-এর ক্ষেত্রেও খুবই সস্তা হার্ডওয়্যার ব্যবহার করত, সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার জন্য। এর বেশির ভাগই জোগান দিন জাপানি সংস্থা শার্প (Sharp) এবং একটি অনাম্নী চিনা সংস্থা। Sharp-এর সঙ্গে Apple-এর চুক্তি অটুট রয়েছে, ফলে ধরে নেওয়াই যায় চিনা সংস্থাটির জায়গাই নিতে চলেছে LG Innotek। মনে করা হচ্ছে এতে iPhone-এর ক্যামেরার দক্ষতা বেশ খানিকটা বাড়বে। কিন্তু ঠিক কী কী ফিচার এতে যোগ করা হতে পারে তা এখনও জানা সম্ভব হয়নি। সম্প্রতি প্রকাশিত গুজবে বলা হয়েছে, iPhone 14-এর সেলফি ক্যামেরায় থাকতে পারে অটো ফোকাস (AF: Auto Focus) মোড। যদিও অনেক রকম ধারণাই করা হচ্ছে, যেমন—নতুন ফোনে থাকতে পারে হাইয়ার রেজোলিউশন (Higher Resolution), লার্জার সেন্সর (Larger Sensor) প্রভৃতি। কিন্তু এই সব ফিচার তিনগুণ বেশি দাম দিয়ে মানুষ নিতে রাজি হবেন কিনা, তা তো সময়ই বলবে।

তবে শুধু এ টুকুই নয়। মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে iPhone-এর আপগ্রেডেশনও। মনে করা হচ্ছে iPhone Pro এবং iPhone Pro Max-এ থাকবে নচলেস ডিসপ্লে (Notchless Display), সঙ্গে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি(Face ID)-র জন্য থাকতে পারে ডুয়াল হোল (Dual Hole) এবং পিল শেপ (Pil Shaped) কাটআউট। কারণ এর মধ্যেই হয়তো এসে বসবে LG-র নতুন ক্যামেরা। তবে এ সবই আপাতত জল্পনা, সবটাই জানা গিয়েছে কানাঘুষোয়। iPhone 14 ঠিক কেমন হবে, দাম কত হবে, তা জানতে অপেক্ষা তো করতেই হবে।

Published by:Piya Banerjee
First published:

Tags: IPhone 14, LG