এবার 3D অবতারেও দেখা যাবে শ্রবণযন্ত্র, হুইলচেয়ার: পরিবর্তন আনতে চলেছে Meta

Last Updated:

Meta: গত কয়েক বছর ধরেই Facebook-এ দাপিয়ে বেড়িয়েছে থ্রি-ডি অবতার। এ তাতে বেশ কিছু বদলও আসতে চলেছে বলে জানা গিয়েছে।

#নয়াদিল্লি: বদল আসতে চলেছে Facebook, Messenger-এর ত্রিমাত্রিক অবতার (3D Avatars)-এ। মঙ্গলবার এ কথা জানিয়েছে Meta। ফেসবুকের পাশাপাশি এ বার সারা বিশ্বে Instagram story এবং মেসেজেও পাঠানো যাবে এই বিশেষ অ্যানিমেটেড 3D অবতার। শুধু তাই নয়, আরও বেশি মানুষ যাতে এই অবতারের সঙ্গে একাত্ম বোধ করতে পারেন সে দিকেও নজর দিচ্ছে সংস্থা। গত কয়েক বছর ধরেই Facebook-এ দাপিয়ে বেড়িয়েছে থ্রি-ডি অবতার। এ তাতে বেশ কিছু বদলও আসতে চলেছে বলে জানা গিয়েছে। Meta দাবি করেছে, তারা এ বার ওই ফিচারে আরও বেশ কিছু মুখাবয়ব (facial shapes) যোগ করতে চলেছে। সেই সঙ্গে থাকতে পারে আরও বিশেষ কিছু। যেমন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সহায়ক যন্ত্র।
Meta India-র তরফে ডিরেক্টর ও পার্টনারশিপ হেড মনীষ চোপড়া (Manish Chopra) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মেটাভার্স (metaverse) আসলে বৈচিত্রময় বাস্তব বিশ্বের প্রতিনিধিত্ব করছে। আর অবতার হল এমন একটি বিষয় যার সাহায্যে মানুষ তার সত্তাকে এক অনন্য উপায়ে ব্যক্ত করতে পারে।’ তিনি জানান, যখন কেউ তাঁর নিজের অবতার তৈরি করেন, তখন তিনি প্রায় তাঁর মতো মুখের বা শরীরের গড়ন, পরিচ্ছদ-সহ নানা কিছু ভার্চুয়াল সত্তায় আরোপ করতে পারেন। নতুন আপডেটে ককলিয়ার ইমপ্ল্যান্ট (Cochlear implants) এবং শ্রবণ যন্ত্র (over-the-ear hearing aids) মতো গ্যাজেটও আসছে বলে জানা গিয়েছে। আর সে সব পাওয়া যাবে নানা রঙে। থাকবে হুইলচেয়ার (wheelchair)ও। তবে এটি Facebook, Messenger chats এবং Instagram মেসেজে পাওয়া যাবে।
advertisement
advertisement
সংস্থার তরফে দাবি করা হয়েছে, তারা অবতারের চেহারা, সাব টাইটেল দেওয়ার জায়গা প্রভৃতিতে বদল আনছেন। বেশ কিছু মুখাবয়ব এবং ত্বকের রঙেও পরিবর্তন করা হচ্ছে, যাতে তা আরও বাস্তবিক বলে মনে হয়। এই পরিবর্তন আগামীতেও চলবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে সেই পরিবর্তন করা হবে গ্রাহকের চাহিদা মেনেই। ব্যবহারকারীদের feedback –এর উপর ভিত্তি করেই নির্দিষ্ট বদল আনা হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার 3D অবতারেও দেখা যাবে শ্রবণযন্ত্র, হুইলচেয়ার: পরিবর্তন আনতে চলেছে Meta
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement