Nadia News: কালী মন্দিরের তালা ভেঙে বহুমূল্য গয়না চুরি! তারপর যা হল...
- Published by:Piya Banerjee
Last Updated:
Nadia News: নদিয়ার কালী মন্দিরের গয়না চুরি! মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দিরের গেট ভাঙা। এরপর মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় প্রতিমার গায়ে কোনো গয়না নেই। তারপর...
নদিয়া: শান্তিপুরের চটকাতলা এলাকায় রয়েছে একটি বারোয়ারি কালী মন্দির। রাতে কালী মন্দিরের গেট ভেঙে দুঃসাহসিক চুরি৷ স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় এর আগেও দু'বার চুরি হয়েছে ওই মন্দির থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ চটকাতলার বারোয়ারি মন্দিরে বহু ভক্ত প্রতিমাকে সোনা ও রুপোর গয়না দিয়েছে। সেই গয়নাগুলো মন্দিরেই থাকতো। পুজো দেওয়া হয়ে গেলে পুরোহিত মন্দিরে তালা দিয়ে চলে যান। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দিরের গেট ভাঙা। এরপর মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় প্রতিমার গায়ে কোনো গয়না নেই।
মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দিরে ছিল প্রায় ২০ থেকে ২২ গ্রাম সোনার গয়না এবং ৭০০ থেকে ৮০০ গ্রাম রুপোর গয়না। দুষ্কৃতীরা সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। এর আগেও দুইবার এই মন্দিরে চুরি হয়েছে বলে অভিযোগ।খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান মন্দিরে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসেঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার মন্দিরে চুরি যাওয়ার অভিযোগ উঠে এসেছে। শান্তিপুরে বেশ কয়েকটি মন্দিরের তালা ভেঙে ঠাকুরের গয়না ও টাকা পয়সা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। প্রশাসনকে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন মন্দির সংলগ্ন বাসিন্দারা৷ এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এবারও অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ৷ মন্দির সংলগ্ন সমস্ত এলাকা পরিদর্শন করেন তারা৷ শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত খতিয়ে দেশছে পুলিশ৷
advertisement
Mainak Debnath
Location :
First Published :
May 25, 2022 7:57 PM IST