হোম /খবর /প্রযুক্তি /
হোলি-তে বাম্পার ছাড়! এই অ্যাপে iPhone 13 –এর দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে

হোলি-তে বাম্পার ছাড়! এই অ্যাপে iPhone 13 –এর দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে

Apple iPhone 14 Plus এর মূল্য ৮৯৯০০ টাকা যা এর বেস মডেল 128GB ভেরিয়েন্টের জন্য। এছাড়া এর 256GB এর দাম রাখা হয়েছে ৯৯৯০০ টাকা এবং 512GB এর দাম রাখা হয়েছে ১০৯৯০০ টাকা। Apple iPhone 14 Pro-এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১২৯৯০০ টাকা এবং iPhone 14 Pro Max-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১৩৯৯০০ টাকা।

Apple iPhone 14 Plus এর মূল্য ৮৯৯০০ টাকা যা এর বেস মডেল 128GB ভেরিয়েন্টের জন্য। এছাড়া এর 256GB এর দাম রাখা হয়েছে ৯৯৯০০ টাকা এবং 512GB এর দাম রাখা হয়েছে ১০৯৯০০ টাকা। Apple iPhone 14 Pro-এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১২৯৯০০ টাকা এবং iPhone 14 Pro Max-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১৩৯৯০০ টাকা।

iPhone sale: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বিশেষ সেল। ৩ মার্চ থেকে ৬ মার্চ ২০২৩ পর্যন্ত বিশেষ এই সুবিধা পাবেন গ্রাহকেরা৷

  • Share this:

কলকাতা: বসন্ত এসে গেছে, মনের মধ্যে একটা ফুরফুরে ভাব। আর কয়েকটা দিন পরেই দোল। রঙিন বসন্তে আরও একটু রং মেশাতে আসছে বিশেষ সেল। এসময় আকর্ষণীয় দামে কিনে নেওয়া যেতে পারে পছন্দের মোবাইল ফোন।

Cashify-এর হোলি সেল-এ পাওয়া যাবে পুরনো স্মার্টফোনের বিনিময়ে অতিরিক্ত ছাড়। শুধু তাই নয়, বরং আকর্ষণীয় ক্যাশব্যাক অফারও পাওয়া যাবে এই কয়েকদিন। এই অফারে iPhone -ও পাওয়া যাবে বেশ সাশ্রয়ী মূল্যে।

আরও পড়ুন- 9999666555! এই নম্বরে হোয়াটসঅ্যাপ করছেন বহু মহিলা! ব্যাপারটা কী!

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বিশেষ সেল। ৩ মার্চ থেকে ৬ মার্চ ২০২৩ পর্যন্ত বিশেষ এই সুবিধা পাবেন গ্রাহকেরা, শুধুমাত্র Cashify অনলাইন প্ল্যাটফর্মে৷

Cashify হল একটি প্রথম সারির রি-কমার্স মার্কেটপ্লেস এবং রিফারবিশড মোবাইলের খুচরা চেইন। হোলি উপলক্ষে তারা আয়োজন করেছে এই বিশেষ সেল-এর।

এই সেলে, iPhone-এর অত্যাধুনিক মডেল-সহ অনেক প্রিমিয়াম রিফারবিশড ফোনে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

৩ থেকে ৬ মার্চ হোলি সেলে Cashify-এর অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে নানা ধরনের মোবাইল। এর বাইরে Cashify-এর হোলি সেলে রয়েছে পুরনো স্মার্টফোনের বিনিময়ে অতিরিক্ত ছাড়ও। সেই এবং আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।

জানা যাচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে যে কোনও গ্রাহক মাত্র ৩৬,৬৯৯ টাকায় iPhone 12 এবং ৪৯,০৯৯ টাকায় এবং iPhone 13-এর মতো প্রিমিয়াম ফোন কিনতে পারেন। অন্যদিকে, iPhone 8 পাওয়া যাবে শুধুমাত্র ১৩,২৯৯ টাকার আকর্ষণীয় মূল্যে।

আরও পড়ুন- এরকম বাইক বা স্কুটি দেখলেই কেস দিচ্ছে পুলিশ! চালানের টাকা না দিতে চাইলে দেখুন

চিন্তার কোনও কারণ নেই। Cashify-এ বিক্রি হওয়া মোবাইলের গুণমান পরীক্ষার জন্য বিশেষ ৩২ টি বিষয় পরীক্ষা করে দেখে নেওয়া হয়। ফলে এগুলি নিখুঁত কাজ করতে পারে। শুধু তাই নয়, এই সংস্থা থেকে মোবাইল কিনলে গ্রাহক তার রিফারবিশড ফোনে ৬ মাসের ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও পান।

Cashify-এ থেকে সমস্ত ফোন নো কস্ট ইএমআই-তেও কেনা যেতে পারে। ফলে খুব সহজেই নিজের পছন্দের ফোনটি এবার ঘরে নিয়ে আসা যায়।

Published by:Suman Majumder
First published:

Tags: IPhone 13