Instagram অ্যাকাউন্ট কী করে ভেরিফায়েড করবেন ! ব্লু টিক পেতে জানুন সহজ উপায়

Last Updated:

Instagram: ব্লু টিক পেতে পারেন আপনিও! জানতে হবে এই সহজ উপায়

Instagram: ইতিমধ্যেই Instagram-এ এসেছে ভেরিফিকেশন ব্যাজ। ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি নীল চেকমার্ক ব্যাজ পাওয়া যায়। যে অ্যাকাউন্টে এই ভেরিফিকেশন ব্লু চেকমার্ক থাকে, অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। বোঝা যায় এই অ্যাকাউন্ট ব্যবহারকারী সত্যিই শিল্পী বা কোনও সংস্থা বা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে।
এমন ব্লু চেকমার্ক এখন অনেক জায়গাতেই দেখা যায়। টুইটার, ফেসবুক টিন্ডারের দেখা যায়। বোঝা যায়, এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে ওই অ্যাকাউন্টটি বিশ্বস্ত।
যেকোনও ব্যক্তি Instagram-এ এই যাচাইকৃত ব্যাজ পাওয়ার অনুরোধ করতে পারেন। তবে Instagram এই বিষয়ে খুবই কড়া। বেশ কিছু মানদণ্ড পেরিয়ে তবে পাওয়া যেতে পারে এই ব্যাজ।
advertisement
কী ভাবে আবেদন করা যাবে—
Instagram-এ যাচাইকরণ প্রক্রিয়াটি আসলে বেশ সহজ:
advertisement
প্রথমেই Instagram প্রোফাইলে যেতে হবে।
তারপর উপরের ডানদিকে কোণায় hamburger icon-এ আলতো ট্যাপ করতে হবে।
এরপর Settings-এ গিয়ে ট্যাপ করতে হবে Account-এ।
এরপর Request Verification-এ ট্যাপ করতে হবে।
এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথ ভাবে পূরণ করে ফেলতে হবে।
নিজের আইনি নাম এবং ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে হবে।
advertisement
এরপর নিজের বিভাগ বা শিল্প নির্বাচন করতে হবে। (যেমন: ব্লগার/ইনফ্লুয়েন্সার, খেলাধুলা, সংবাদ/মিডিয়া, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)
সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিসিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে।
এরপর সেটি জমা দিয়ে দিতে হবে।
এরপর যা করার তা করবে Instagram।
advertisement
তাদের দাবি, তাদের এক প্রতিনিধি দল এই আবেদন পর্যালোচনা করে দেখবে। তারপর, ওই অ্যাকাউন্টের নোটিফিকেশ ট্যাবে একটি প্রতিক্রিয়া পাওয়া যাবে। Instagram খুব স্পষ্টই বলেছে যে, তারা কোনও ভাবেই কোনও ইমেল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্য ভাবে যোগাযোগ করবে না।
advertisement
কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন। অনেকেই বলেন এই উত্তর আসতে প্রায় একমাস সময়ও লেগে যেতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram অ্যাকাউন্ট কী করে ভেরিফায়েড করবেন ! ব্লু টিক পেতে জানুন সহজ উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement