গাড়ির অতিরিক্ত তেল খরচ বাচাতে চান? তাহলে জানুন কীভাবে হবে সমাধান
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই কৌশলে গাড়ির তেল খরচ বেচে যাবে অনেকটাই! জানুন
Google Maps: জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কম করা দরকার। সব রকম ভাবে এটা জরুরি। পরিবেশ রক্ষার তাগিদে এই সচেতনতা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন নিজের পকেটের কথা মাথায় রেখেও। কিন্তু আজকের বাজারে কীভাবে কমানো যায় জ্বালানী তেলের খরচ, কীভাবে সাশ্রয় করা যায় জ্বালানী?
এই প্রশ্নের সহজ উত্তর প্রায় কারও কাছেই নেই। তবে একটা কৌশল ব্যবহার করা যেতে পারে। প্রায় সমস্ত স্মার্টফোনে থাকে Google Maps’। কিন্তু অনেকে ব্যবহারকারীই জানেন না, এই অ্যাপে নতুন একটি বিশেষ ফিচার চালু হয়েছে, যা জ্বালানি-সাশ্রয়ে সাহায্য করতে পারে।
দারুন উপযোগী এই ফিচারটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় বাজারে চালু করা হয়েছিল। এটি একদিকে যেমন জ্বালানী খরচ বাঁচিয়ে অর্থ সাশ্রয় করে, তেমনই কার্বন নিঃসরণ কম করতেও সাহায্য করে। সুতরাং, এই ফিচারটি আগামী দিনে প্রায় সকলেরই ব্যবহার করা উচিত, এটা বলাই যায়।
advertisement
advertisement
কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচার—
গাড়ির ইঞ্জিন কী প্রকারের, তার উপর ভিত্তি করে বিভিন্ন রুটের জন্য এই ফিচারটি জ্বালানী সাশ্রয় সংক্রান্ত পরামর্শ দিতে পারে। এই ফিচার চালু করলেই Google Maps সবচেয়ে সহজ রাস্তা বের দেবে, যাতে জ্বালানী কম খরচ হয়। এখানে খতিয়ে দেখা হবে, রিয়েল-টাইম ট্র্যাফিক এবং রাস্তার অবস্থাও। এই ফিচার দ্রুততম রুট চিহ্নিত করে। শুধু তাই নয়, একাধিক রুট থাকলে কোনটি দিয়ে গেলে সব থেকে বেশি জ্বালানি সাশ্রয় করা যাবে, তাও দেখিয়ে দেয়।
advertisement
এজন্য প্রথমে নিজের স্মার্টফোনে Google Maps অ্যাপটি চালু করতে হবে।
এরপর নিজের প্রোফাইলের ছবি বা আদ্যক্ষরে আলতো চাপ দিয়ে Settings খুলে নিতে হবে।
সেখানে Navigation–এ গিয়ে Route Option খুঁজতে হবে।
advertisement
ওই অংশে Prefer fuel-efficient routes নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে নিজের গাড়ির ইঞ্জিনের ধরন নির্দিষ্ট করে ফিচারটি কাস্টমাইজ করা যেতে পারে।
এবার Google Maps ব্যবহারের সময় নির্দিষ্ট ইঞ্জিন অনুযায়ী রুট দেখা যাবে, যা জ্বালানী সাশ্রয় করতে সাহায্য করবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 12:01 AM IST