ওলা-উবের-এর ভাড়ার উৎপাতে অতিষ্ঠ? এই অ্যাপ ক্যাব ভাড়াতেও দেবে দর কষাকষির সুযোগ
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Indrive: অ্যাপ ক্যাব বুকিং-এ দর কষাকষি করা যাবে!
কলকাতা: গণ পরিবহণের খরচ বেশ অনেকটাই বেড়েছে গত দু’বছরে। পাল্লা দিয়ে বাড়ছে ক্যাবের দামও। তবে শুধু কলকাতায় নয়। সারা ভারতের সমস্ত মেট্রো শহরেই একই পরিস্থিতি।
এই মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে নানা কারণ— তেলের দাম বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দর পতন ইত্যাদি। কিন্তু শুধু এটুকুই নয়। শীত, গ্রীষ্ম, বর্ষা হিসেব করে বা দিন রাতের ফারাক করে বেশ দর হাঁকে ক্যাব সংস্থাগুলি।
সরকারও এ বিষয়ে তেমন কোনও জোরাল পদক্ষেপ করেনি গত কয়েক বছরে। পরিবহণ ক্ষেত্রে Ola এবং Uber দাপিয়ে বেড়াচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন- স্মার্টফোন ব্যাটারি ১০০ পার্সেন্ট চার্জ করেন? কী মারাত্মক ভুল করছেন জেনে নিন
তবে দু’একটি নতুন সংস্থাও নামছে এই ক্ষেত্রে। এরকমই একটি প্ল্যাটফর্ম হল InDrive (আগে যা InDriver ছিল)। এটি Ola এবং Uber-এর মতোই কাজ করে।
ব্যবহারকারীরা একটি অ্যাপের মাধ্যমে অটো এবং ক্যাব বুক করতে পারেন। এটি প্রথম রাশিয়ার একটি শহর চালু হয়েছিল। পরে সংস্থাটি আরও ৪৭টি দেশে তাদের পরিষেবা চালু করে।
advertisement
বর্তমানে এই সংস্থার সদর দফতর ক্যালিফোর্নিয়ায়। গত নভেম্বরে নয়াদিল্লিতে তাদের পরিষেবা চালু হয়।
InDrive অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি Google Play থেকে বিশ্বব্যাপী ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
advertisement
অ্যাপ ব্যবহারের পদ্ধতি:
এই অ্যাপে সাইন আপ করতে শুধুমাত্র মোবাইল নম্বর প্রয়োজন। এতে হিন্দি, বাংলা, উর্দু এবং ইংরেজি ভাষা ব্যবহার করা সম্ভব। Ola এবং Uber-এর মতোই পিক-আপ এবং ড্রপের অবস্থান লিখে দিতে হয়। লোকেশনের জন্য গুগল ম্যাপ ব্যবহার করে।
অপেক্ষাকৃত সস্তা:
ব্যবহারকারীরা অবস্থান জানানোর সঙ্গে সঙ্গেই InDrive গণনা করে তার ভাড়া জানিয়ে দেয়। সেক্ষেত্রে যাত্রী বিষয়টি নিয়ে দর কষাকষি করতে পারেন।
advertisement
এই বিষয়টি এই অ্যাপের ক্ষেত্রে মৌলিক। ধরা যাক, যদি কেউ ‘ক’ স্থান থেকে ‘খ’ স্থান পর্যন্ত যাওয়ার জন্য ক্যাব ভাড়া করতে চান, তা হলে সংস্থা তাকে ২০০ টাকা দেখাতে পারে।
ব্যবহারকারী যদি এ জন্য মাত্রা ১৫০ টাকা দিতে চান, তা হলে তাঁকে এই দাম অ্যাপেই লিখে দিতে হবে। অ্যাপটি চালকদের ১৫০ টাকা অফার করবে। কোনও চালক যদি এই ভাড়ায় যেতে প্রস্তুত থাকেন, তবে তিনি বুকিং নিতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 4:24 PM IST