এবার গোপন থাকবে প্রেম! সিক্রেট থাকবে কথোপকথোন ! জানুন কী ভাবে সম্ভব

Last Updated:

এই ফিচারের মাধ্যমে তাদের চ্যাট গোপন ও সুরক্ষিত রাখা সম্ভব হয়।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: বর্তমানে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। কিন্তু, এখন অনেকে Telegram অ্যাপও ব্যবহার করে থাকে। এই Telegram অ্যাপের মাধ্যমেও মেসেজ পাঠানো যায়, কল করা যায়, ছবি এবং কোনও ডকুমেন্ট ও ফাইল পাঠানো যায়। এছাড়াও Telegram অ্যাপে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। এর মধ্যে Telegram অ্যাপের একটি জনপ্রিয় ফিচার হল সিক্রেট চ্যাট। এর মাধ্যমে ইউজাররা সিক্রেট চ্যাট করতে পারে তাদের পছন্দের ইউজারের সঙ্গে। Telegram-এর এই সিক্রেট চ্যাট ফিচারের মাধ্যমে ইউজাররা অতিরিক্ত সুরক্ষার সুবিধা পায়। এই ফিচারের মাধ্যমে তাদের চ্যাট গোপন ও সুরক্ষিত রাখা সম্ভব হয়।
যে সকল ইউজার তাদের মেসেজ সুরক্ষিত রাখতে চায় তারা ব্যবহার করতে পারে Telegram-এর সিক্রেট চ্যাট ফিচার। কারণ এর মাধ্যমে ইউজার নিজেদের মেসেজ সুরক্ষিত রাখতে পারবে। Telegram এর এই সিক্রেট চ্যাট ফিচারের মাধ্যমে সবাইকে মেসেজ পাঠানো সম্ভব নয়। এই ক্ষেত্রে একজন ইউজারকে বেছে নিয়ে ব্যবহার করতে হবে সিক্রেট চ্যাট অপশন। এক নজরে দেখে নেোয়া যাক এটি ব্যবহার করার উপায়।
advertisement
Telegram সিক্রেট চ্যাট শুরু করার উপায় -
স্টেপ ১ -
advertisement
নিজেদের স্মার্টফোনে প্রথমেই ডাউনলোড করতে হবে Telegram অ্যাপ। অ্যান্ড্রয়েড ফোনের ইউজারদের Telegram অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আইফোন ইউজারদের Telegram অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপল অ্যাপ স্টোর থেকে।
স্টেপ ২ -
এরপর নিজেদের ফোনে ওপেন করতে হবে Telegram অ্যাপ এবং ক্রিয়েট করতে হবে নিজেদের একটি অ্যাকাউন্ট।
advertisement
স্টেপ ৩ -
এরপর প্রথমে বেছে নিতে হবে সেই ইউজারের প্রোফাইল, যার সঙ্গে যোগাযোগ করা দরকার। এরপর সেই ইউজারের প্রোফাইল ওপেন করতে হবে। এরপর সেখানে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে।
advertisement
স্টেপ ৪ -
এরপর সিলেক্ট করতে হবে স্টার্ট সিক্রেট চ্যাট।
স্টেপ ৫ -
এক্ষেত্রে মনে রাখা দরকার যে Telegram সিক্রেট চ্যাট হল ডিভাইস স্পেসিফিক। এর ফলে নিজেদের বন্ধু বা যার সঙ্গে সিক্রেট চ্যাট শুরু করা হবে, সেটি যে ডিভাইস থেকে শুরু করা হয়েছে শুধু সেই ডিভাইসেই দেখা যাবে। এর ফলে সেখান থেকে একবার লগআউট করলে নিজেদের সব সিক্রেট চ্যাট হারিয়ে যাবে। এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে কেউ যদি অনেকগুলি সিক্রেট চ্যাট অপশন খুলে রাখে তাহলে সেই ক্ষেত্রেও একই হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার গোপন থাকবে প্রেম! সিক্রেট থাকবে কথোপকথোন ! জানুন কী ভাবে সম্ভব
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement