WhatsApp-এ কি আদৌ কল রেকর্ড করা সম্ভব? আর যদিও বা থাকে, তাহলে এর উপায়টা কী? জেনে নিন বিশদে

Last Updated:

প্রায় বছর পনেরো আগে অর্থাৎ সেই ২০০৯ সালে প্রথম চালু হয়েছিল WhatsApp। আর সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তা এগিয়ে চলেছে। আর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক আপডেটেড ফিচারও নিয়ে এসেছে WhatsApp।

WhatsApp-এ কি আদৌ কল রেকর্ড করা সম্ভব? আর যদিও বা থাকে, তাহলে এর উপায়টা কী? জেনে নিন বিশদে
WhatsApp-এ কি আদৌ কল রেকর্ড করা সম্ভব? আর যদিও বা থাকে, তাহলে এর উপায়টা কী? জেনে নিন বিশদে
আজকালকার যুগে প্রায় ৯৯ শতাংশ মোবাইল ব্যবহারকারীই WhatsApp ব্যবহার করেন। আসলে এটা একটা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আলাদা করে বলে দিতে হয় না যে, সেই শুরুর দিন থেকেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। আসলে এই অ্যাপের মাধ্যমে সব সময় নিজেদের প্রিয়জনদের কাছাকাছি থাকা যায়। এমনকী তাঁরা দূরে থাকলেও তাঁদের সঙ্গে সব সময় যোগাযোগ বজায় রাখা সম্ভব হয়।
প্রায় বছর পনেরো আগে অর্থাৎ সেই ২০০৯ সালে প্রথম চালু হয়েছিল WhatsApp। আর সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তা এগিয়ে চলেছে। আর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক আপডেটেড ফিচারও নিয়ে এসেছে WhatsApp।
advertisement
advertisement
আসলে ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন রকম উন্নত ফিচার আনার জন্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে WhatsApp। যদিও বহু স্মার্টফোন ব্যবহারকারীই আজও রেগুলার কলের মতো WhatsApp call রেকর্ড করার উপায় খুঁজে বেড়ান। কিন্তু আসল প্রশ্নটা হল, WhatsApp-এ কি কল রেকর্ড করা আদৌ সম্ভব।
আসলে বলে রাখা ভাল যে, কল রেকর্ড করার জন্য WhatsApp-এর কোনও অফিসিয়াল ফিচার নেই। কারণ WhatsApp-এ কোনও ইন-বিল্ট কল রেকর্ডিং অপশন থাকে না। কিন্তু থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে WhatsApp-এর কল রেকর্ড করা সম্ভব।
advertisement
Call Recording অ্যাপ:
Cube ACR:
জনপ্রিয় এই কল রেকর্ডিং অ্যাপ সমস্ত WhatsApp কল রেকর্ড করতে পারে। শুধু তা-ই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব।
advertisement
Salestrail:
এটা একটা প্রিমিয়াম কল রেকর্ডিং অ্যাপ। যা পেশাদারদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে।
ACR Call Recorder:
ব্যাপক ভাবে ব্যবহৃত এই অ্যাপটি একটি সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস অফার করে।
advertisement
WhatsApp কল রেকর্ড করার উপায়গুলি কী কী?
১. এর জন্য প্রথমে Google Play Store থেকে Cube ACR, Salestrail অথবা ACR Call Recorder-এর মতো Call Recording অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. কল রেকর্ডিং অ্যাপ ইনস্টল করার পর অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।
৩. কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনেবল করতে হতে পারে।
advertisement
৪. একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই WhatsApp কল রেকর্ড করতে শুরু করে দেবে।
৫. কল শেষ হওয়ার পরে অ্যাপের মধ্যেই রেকর্ড করা কলটি শুনতে পাবেন ব্যবহারকারী।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এ কি আদৌ কল রেকর্ড করা সম্ভব? আর যদিও বা থাকে, তাহলে এর উপায়টা কী? জেনে নিন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement