গাড়ি বা বাইকের জন্য ফ্যান্সি নম্বর প্লেট চাইছেন? পশ্চিমবঙ্গে কোথায়, কীভাবে আবেদন করবেন!
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
পশ্চিমবঙ্গে গাড়ি বা বাইকে এই ধরণের নম্বর প্লেট লাগানো যায়। এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী আবেদন করতে হয়।
কলকাতা: প্রতিটি গাড়ি ও বাইকের একটি বিশেষ রেজিস্ট্রেশন নম্বর থাকে। এটা দেয় RTO (আঞ্চলিক পরিবহন দফতর)। তবে অনেকেই গাড়ি বা বাইকে বিশেষ নম্বর প্লেট লাগাতে চান, যাতে চমক থাকে। ৯৯৯৯, ০০০১, ৪৪৪৪, ১১১১-এর মতো সংখ্যার নম্বর প্লেট।
পশ্চিমবঙ্গে গাড়ি বা বাইকে এই ধরণের নম্বর প্লেট লাগানো যায়। এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী আবেদন করতে হয়। সব ঠিক থাকলে RTO নির্দিষ্ট ফি নিয়ে এই ধরণের নম্বর প্লেটের অনুমোদন দেয়। ফ্যান্সি বা ভিআইপি নম্বর প্লেটের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হয়। ই-নিলামে এগুলো বরাদ্দ করা হয়।
আরও পড়ুন- AC যে ঘরে আছে, সেখানে রাখুন ৩০০ টাকা দামের এই ছোট্ট ডিভাইস! অনেক খরচ বাঁচবে
ধাপ ১: MoRTH (মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে)-এর সরকারি ওয়েবসাইটে পাবলিক ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করুন।
advertisement
advertisement
ধাপ ২: লগইন করার পর পছন্দের নাম্বার নির্বাচন করুন।
ধাপ ৩: নির্ধারিত ফি পরিশোধ করে নাম্বার সংরক্ষণ করুন।
ধাপ ৪: নির্দিষ্ট VIP নম্বরের জন্য নিলামে (বিডিং) অংশ নিন।
ধাপ ৫: নিলামের ফলাফল ঘোষণার পর, বিজয়ী হলে বাকি টাকা পরিশোধ করুন অথবা না পেলে টাকা ফেরত নিন।
ধাপ ৬: বরাদ্দ নাম্বারের জন্য RTO থেকে অনুমোদিত কাগজ সংগ্রহ করুন।
advertisement
আবেদন করার আগে যা মনে রাখা জরুরি: পছন্দের VIP নাম্বার পাওয়া যাবে কি না, তা Parivahan-এর ওয়েবসাইট বা নিকটবর্তী RTO অফিস থেকে যাচাই করতে হবে।
আরও পড়ুন- ক্লাচ আগে চাপতে হয় না কি ব্রেক? বাইক তো চালান, বলুন তো দেখি!
নিলামে জিতলেও যদি পছন্দের নাম্বার না পান, তাহলে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারেন।
advertisement
নিলামে জেতার পর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, না হলে বরাদ্দ নম্বর বাতিল হয়ে যেতে পারে।
গাড়ির জন্য HSRP (High-Security Registration Plate) বাধ্যতামূলক, এমনকি ফ্যান্সি নাম্বার প্লেটের ক্ষেত্রেও।
মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮-এর সমস্ত নিয়ম মেনে চলতে হবে।
পশ্চিমবঙ্গে ফ্যান্সি বা VIP নাম্বার প্লেট পেতে হলে নির্দিষ্ট ফি জমা দিতে হয়। এই ফি রাজ্যভেদে ভিন্ন হতে পারে। সাধারণত ফ্যান্সি নাম্বার পেতে নিবন্ধন ফি (Registration Fee) এবং নিলামের আগে পছন্দের নাম্বার সংরক্ষণের জন্য অতিরিক্ত টাকা জমা দিতে হয়। নির্দিষ্ট ফ্যান্সি নাম্বারের জন্য কত টাকা লাগবে, তা জানতে স্থানীয় RTO অফিস বা অনলাইন পোর্টালে গিয়ে দেখে নেওয়াই বাঞ্ছনীয়। এখানে উপলব্ধ ফ্যান্সি নম্বরের তালিকা এবং ফি সব দেওয়া আছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2025 10:10 PM IST