মাঝরাস্তায় টায়ার পাংচার! আশেপাশে গ্যারেজও নেই? ধাপে ধাপে শিখে নিন 'কায়দা'

Last Updated:

Tyre Puncture Fix: গাড়ি নিয়ে বেরোলে দুটো জিনিস সঙ্গে রাখতে হবে। প্রথমত, টায়ার পাংচার মেরামতি কিট এবং দ্বিতীয়ত গাড়ির বিমা।

কলকাতা: গাড়ি নিয়ে সপরিবারে লং ড্রাইভ। হইহুল্লোড় চলছে। কিন্তু মাঝরাস্তায় আচমকাই টায়ার পাংচার। ব্যস, হয়ে গেল। কাছেপিঠে গ্যারেজ বা মেরামতির দোকান থাকলে ভাল, নাহলে চিত্তির।
গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। সামান্য পেরেক, ছোট কাচের টুকরো বা যে কোনও ধারালো বস্তুই টায়ারের বারোটা বাজাতে পারে।
টায়ার পাংচার শুধু চালকের সমস্যা নয়, অন্যান্য যাত্রীদের জন্যও বিপজ্জনক। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। রিমের ক্ষতি হয়। এই ধরনের পরিস্থিতিতে মেকানিকের কাছে যাওয়াই ভাল।
advertisement
আরও পড়ুন- চোর ব্যাগে হাত দিলেই বেজে উঠবে অ্যালার্ম! দাম খুবই কম
কিন্তু সবসময় যে হাতের কাছে গ্যারেজ বা দোকান মিলবে তার কোনও গ্যারান্টি নেই। তাই কিছু জিনিস শিখে রাখাই ভাল। গাড়ি নিয়ে বেরোলে দুটো জিনিস সঙ্গে রাখতে হবে। প্রথমত, টায়ার পাংচার মেরামতি কিট এবং দ্বিতীয়ত গাড়ির বিমা।
advertisement
লিক খুঁজে বের করতে হবে: টায়ার পাংচার হলে ঠিক কোথায় পাংচার হয়েছে খুঁজে বের করতে হয়। এটা শক্ত কাজ। লিক স্পট খোঁজার জন্য টায়ারের প্রেসার লেভেল বাড়াতে হয়। এতে ‘হিসস’ শব্দ হবে। সেই জায়গাতেই লিক হয়েছে। যদি এতে কাজ না হয় তাহলে টায়ারে সাবান জলের স্প্রে করতে হবে। লিক হওয়া জায়গা থেকে বুদবুদ বেরবে।
advertisement
লাগ নাট: লিক খুঁজে বের করার পর টায়ার খোলার জন্য লাগ নাটস আলগা করতে হবে। ইমপ্যাক্ট রেঞ্চ বা লাগ রেঞ্চ দিয়েই এটা করা যায়। গাড়িতে জ্যাক লাগানোর আগেই এটা করতে হবে।
জ্যাক লাগাতে হবে: এবার জ্যাক লাগিয়ে গাড়ি সামান্য উঁচু করতে হবে। এই সময় গাড়ি যাতে গড়িয়ে না যায় তার জন্য চাকায় ইট বা ব্লকার দেওয়া উচিত। এবার জ্যাককে গাড়ির জ্যাকিং পয়েন্টে রেখে পাংচার হওয়া টায়ারের দিকে সামান্য চাগিয়ে ধরতে হবে।
advertisement
পাংচারের জায়গা পরিষ্কার: এবার লাগ নাটস খুলে হুইলবেস থেকে বের করতে হবে চাকা। তারপর পাংচারের জায়গা ভালভাবে পরিস্কার করতে হবে। লিকের জায়গায় কয়েকবার র‍্যাস্প টুল ঢোকালেই জায়গাটা পরিস্কার হয়ে যাবে।
আরও পড়ুন- ফ্যান চালানোর দিন হাজির, রেগুলেটর-এ ১-এ পাখা চালালে বিদ্যুতের বিল কি কম আসে?
প্লাগ: টায়ার পাংচার মেরামতি কিটে প্লাগ থাকে। পাংচারের জায়গায় সেটা ঢোকাতে হবে। তারপর আঠা দিয়ে ভাল করে সেঁটে দিতে হবে। যাতে লিকের জায়গায় প্লাগটা আটকে যায়। আঠা শুকিয়ে গেলে প্লাগের বাড়তি অংশ কেটে ফেলতে হবে।
advertisement
টায়ারে হাওয়া: পাংচার মেরামতি হল। এবার টায়ারে হাওয়া দিয়ে হুইলবেসে লাগিয়ে দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাঝরাস্তায় টায়ার পাংচার! আশেপাশে গ্যারেজও নেই? ধাপে ধাপে শিখে নিন 'কায়দা'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement