Safety Tips: চোর ব্যাগে হাত দিলেই বেজে উঠবে অ্যালার্ম! দাম খুবই কম
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
এই অ্যালার্মে যাত্রীরা জেগে উঠবে এবং তাদের সতর্ক করে দেবে। এর দাম মাত্র ১৩০ টাকা।
কলকাতা: আজকাল সর্বত্রই আধুনিক প্রযুক্তির ছড়াছড়ি। প্রতিদিনের ছোটখাটো জিনিস থেকে শুরু করে যে কোনও বড় কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি। তাই বলাই যায় যে আজকাল আমরা পুরোপুরি ইলেকট্রনিকস এবং বৈদ্যুতিক ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। এখন প্রযুক্তি আমাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। এই প্রযুক্তির মাধ্যমে আমরা যে কোনও শক্ত কাজও খুব সহজে করতে পারি।
তেমনই একটি নতুন ডিভাইস আবিষ্কৃত হয়েছে, নির্মাতা দাবি করেছেন এই ডিভাইসটি আমাদের কাছে থাকলে খুব সহজেই আমরা হারিয়ে যাওয়া জিনিসপত্রের হদিস পেতে পারি। বিশেষ করে ভ্রমণের সময় যদি আমরা আমাদের ব্যাগ, লাগেজ এবং ল্যাপটপ নিরাপদে রাখতে চাই তবে এই ডিভাইসটি আমাদের কাছে সত্যি উপকারের। এই ডিভাইসটি কাছে থাকলে চোর ব্যাগে হাত রাখলেই তা আমরা জানতে পারব।
advertisement
advertisement
রামকৃষ্ণ তিরুপতি রেলওয়ে স্টেশনে প্রধান টিকিট চেকার হিসেবে কর্মরত। তিনি ট্রেনে ভ্রমণকালে অনেক যাত্রীদের ব্যাগ হারাতে দেখেছেন। হারানো ব্যাগে থাকা মূল্যবান জিনিসপত্র, নথিপত্রের মতো অনেক জিনিস হারিয়ে রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করতেন তাঁরা।
advertisement
রামকৃষ্ণ তিরুপতি তাঁর উদ্ভাবন ক্ষমতার জোরে এই সিস্টেমের আবিষ্কার করেছেন। ডিভাইসটি কীভাবে কাজ করে তা নিয়ে নানা গবেষণাও করা হয়। রাতে যাত্রীরা ঘুমানোর সময় তাঁদের জিনিসপত্র যাতে না হারান সে জন্য একটি ইলেকট্রনিক ডিভাইস আবিষ্কার করেছেন তিনি।
আরও পড়ুন Reset Andoid Phone: রিসেট করলেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন হবে একদম নতুনের মতো, কীভাবে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন জানুন
এই ইলেকট্রনিক ডিভাইসটি লাগেজ এবং মহিলাদের হাতের ব্যাগে রাখালেই হবে। অজানা কোনও ব্যক্তি যদি জিনিসপত্রে হাত দেন বা টেনে নামানো বা উপরে টেনে তোলার চেষ্টা করেন, তাহলে সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। এই অ্যালার্মে যাত্রীরা জেগে উঠবে এবং তাদের সতর্ক করে দেবে। এর দাম মাত্র ১৩০ টাকা। রামকৃষ্ণ জানিয়েছেন যে, এটি আমাদের মূল্যবান জিনিস সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন যে, এর পেটেন্টের জন্য তিনি আবেদন করেছেন এবং পেটেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই এটি যাত্রীদের জন্য উপলব্ধ হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 7:52 PM IST