TV-র রিমোট হারিয়ে গেলেও আর চিন্তা নেই, স্মার্টফোন দিয়েই করুন কন্ট্রোল!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক ফোনের সাহায্যে স্মার্টটিভি ব্যবহার করার উপায়

নয়াদিল্লি: আধুনিক প্রযুক্তির এই যুগে সব কিছুই উন্নত হচ্ছে। এখন শুধু মোবাইল ফোন নয়, টেলিভিশনও স্মার্ট হয়ে উঠেছে। আগে স্মার্ট টিভি কিনতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হত। কিন্তু এখন খুব কম দামেই স্মার্ট টিভি পাওয়া যায়। বর্তমানে ১৫,০০০ টাকার বাজেটে বাজারে সেরা মানের স্মার্ট টেলিভিশনগুলি সহজেই পাওয়া যায়৷ এই স্মার্ট টিভিগুলির ডিসপ্লে বড় হলেও তাদের রিমোটগুলি ছোট হয়। সেই রিমোটের বাটনও সংখ্যায় কম হয়।
এমন পরিস্থিতিতে বাটন কম থাকার কারণে ইউজাররা রিমোট ব্যবহার করতে সমস্যায় পড়েন, বিশেষ করে যখন কিছু টাইপ করতে হয়। এছাড়া অনেক সময় অনেকেই টিভির রিমোট কোথায় রেখেছেন তা ভুলে যান এবং ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করেও পান না। এমন পরিস্থিতিতে টিভি চালাতে অনেক সমস্যায় পড়তে হয়।
কিন্তু, বর্তমানে নিজেদের ফোনের সাহায্যে সেই কাজ করা সম্ভব। স্মার্টফোনের মাধ্যমেই স্মার্ট টিভি নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর জন্য কোনও ব্যাটারির প্রয়োজন হবে না এবং ফোনে টাইপ করাও খুব সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, রিমোট নষ্ট হয়ে গেলেও, এটি ব্যবহার করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনের সাহায্যে স্মার্ট টিভি ব্যবহার করার উপায়।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
রিমোট হিসাবে মোবাইল ব্যবহার করার উপায় -
প্রথমে নিজেদের স্মার্টফোনে গুগল প্লে স্টোর খুলতে হবে এবং অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর সেই অ্যাপটি খুলতে হবে। এরপর নিজেদের টিভি চালু করতে হবে। এরপর নিজেদের স্মার্টটিভি এবং স্মার্টফোন উভয়কেই একই ওয়াইফাইতে সংযুক্ত করতে হবে। ওয়াইফাইয়ের বদলে ইউজাররা অন্য যে কোনও ফোনের হটস্পটের সাহায্যও নিতে পারেন।
advertisement
এরপর, অ্যান্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপে নিজের ডিভাইসটি অনুসন্ধান করতে হবে এবং সেটি প্রদর্শিত হলে নিজেদের স্মার্ট টিভির মডেল নম্বরটি নির্বাচন করতে হবে। একবার টিভি মডেল নির্বাচন করা হলে একটি পিন নম্বর টেলিভিশন স্ক্রিনে ফ্ল্যাশ হবে, সেটি অ্যাপে এন্টার করতে হবে। পিনটি মিললেই নিজেদের স্মার্টফোন এবং টিভি উভয়ই একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এরপর নিজেদের স্মার্টফোনকেই রিমোট হিসেবে ব্যবহার করা যাবে।
advertisement
যেভাবে কাজ করে -
বেশিরভাগ স্মার্ট টিভির রিমোট ব্লুটুথ এবং আইআর ব্লাস্টার প্রযুক্তি দ্বারা চলে। এই টেকনোলজির কারণেই টিভি রিমোটটি টিভির সঙ্গে সংযুক্ত থাকে স্মার্টফোনের মাধ্যমে। এমনকী কিছুটা দূর থেকেও সেই টিভিটি ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে। এই কৌশলটির মাধ্যমে, ইউজাররা ঘরে বসেই স্মার্ট বাল্ব, স্মার্ট ফ্যান, ফ্রিজ, অ্যালেক্সা এবং গুগল নেস্টের মতো ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
TV-র রিমোট হারিয়ে গেলেও আর চিন্তা নেই, স্মার্টফোন দিয়েই করুন কন্ট্রোল!
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement