Explainer: লঞ্চ হল Windows 11, নতুন OS কেমন? জেনে নিন বিশদে!
- Published by:Pooja Basu
Last Updated:
এখনও যাঁরা Windows 11 আপডেট করতে পারেননি তাঁদের অনেকের জিজ্ঞাস্য কেমন হয়েছে Windows 11?
#কলকাতা: বাজারে এসেছে Windows 11-র নতুন আপডেট। গত মাসে সংস্থার তরফে জানানো হয়েছিল অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ইউজারদের Windows 11-র আপডেটের জন্য নোটিফিকেশন দেওয়া হবে। সেই মতো গতকাল, ৫-১০-২০২১ তারিখে বাজারে চলে এল Windows 11। প্রচুর ব্যবহারকারী নিজেদের কম্পিউটারে Windows 11-এ আপডেট করার জন্য নোটিফিকেশন পেয়েছেন। যাঁরা এখনও আপডেট নোটিফিকেশন পাননি তাঁরা আগামী কয়েক মাসের মধ্যে তা পেয়ে যাবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে সংস্থার তরফে এটাও জানানো হয়েছে, Windows 11 যে কোনও সিস্টেমে চলবে না। এর জন্য নির্দিষ্ট কনফিগারেশনের সিস্টেম দরকার।
এখনও যাঁরা Windows 11 আপডেট করতে পারেননি তাঁদের অনেকের জিজ্ঞাস্য কেমন হয়েছে Windows 11। এই প্রতিবেদনে রইল Windows 11-র সম্পূর্ণ রিভিউ।
advertisement
Windows 11 ডিজাইন রিভিউ
বিশেষজ্ঞরা মজা করে বলছেন, Windows 10-কে কোনও বিউটি সেলুনে পাঠিয়ে তার সম্পূর্ণ লুক পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং নতুন লুকটির নাম দেওয়া হয়েছে Windows 11। Windows 11-র মধ্যে যে কোর OS রয়েছে তা অনেকটাই Windows 10-এর সমগোত্রীয়। কিন্তু তার মধ্যে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। টাস্ক বার আইকনটিকে সেন্টারে নিয়ে আসা হয়েছে, স্টার্ট বাটনেও পরিবর্তন আনা হয়েছে। সঙ্গে মাইক্রোসফট টিমসের (MS Teams) একটি শর্টকাট কী দেওয়া হয়েছে।
advertisement
নোটিফিকেশন এবং ক্যালেন্ডারের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ওই দু'টি অপশনকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবং অ্যাপ নোটিফিকেশনও আলাদা ভাবে দেখার জন্য একটি নতুন অপশন দেওয়া হয়েছে। ইতিমধ্যে windows 11 ব্যবহার করেছেন এমন অনেকজন জানিয়েছেন, স্টার্ট মেনুর (Start menu) ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যাঁরা দীর্ঘ দিন ধরে windows ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে স্টার্ট মেনু অপশন নিয়ে সাবলীল হতে কিছু দিন সময় লাগবে। পাশাপাশি রাইট ক্লিক করে যে সব মেনু অপশনগুলি পাওয়া যায় সেগুলির ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রাইট ক্লিকে যে মেনুগুলি দেখা যায় সেগুলির ক্ষেত্রে নতুন মেকওভার দেওয়া হয়েছে। এছাড়াও Windows 11-র বটম সেকশনটি রিসেন্ট অ্যাক্টিভিটিজের জন্য। রিসেন্ট অ্যাক্টিভিটিজ কী কী রয়েছে তা বটম সেকশনে দেখা যাবে।
advertisement
এর সঙ্গে সেটিংস অ্যাপের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন করা হয়েছে। সেটিংস অ্যাপের ক্ষেত্রে windows 98-এর লে-আউট এত দিন ধরে চলে আসছিল। কিন্তু এবার খোলনলচে বদলে ফেলা হয়েছে। এবার থেকে ব্যবহারকারীরা খুব সহজেই সেটিংস অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং সিস্টেম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন। বর্তমানে এটা অ্যান্ড্রয়েড ট্যাবলেট লে-আউটের মতো দেখাচ্ছে। প্রতিটি সেটিংস অপশন অত্যন্ত সুন্দরভাবে এবং যুক্তিগ্রাহ্য ভাবে সাজিয়ে তোলা হয়েছে। ব্যাটারি সেকশনে দেখা যাবে বিগত কত ঘণ্টায় কত পরিমাণ ব্যাটারি ক্ষয় হয়েছে। এবং কোন অ্যাপ ব্যবহার করতে কত পরিমাণ ব্যাটারি প্রয়োজন হয়েছে। স্টোরেজ সেকশন থেকে খুব সহজেই সিস্টেম স্টোরেজ খালি বা পরিষ্কার করা সম্ভব হবে।
advertisement
Windows Explorer-এর ক্ষেত্রেও বেশ কিছু ছোটখাটো পরিবর্তন করা হয়েছে। নতুন আইকন তৈরি করা হয়েছে। কিন্তু লে আউটের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। Windows চালু করার সময় এবং বন্ধ করার সময় যে অ্যানিমেশনটি হয় এক্ষেত্রেও তার ব্যাপক পরিবর্তন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত আধুনিক প্রজন্মের কথা মাথায় রেখে যতটা সহজে Windows 11 ব্যবহার করা যায় তার চেষ্টা করা হয়েছে। এবং সেই কথা মাথায় রেখেই Windows 11 তৈরি করা হয়েছে। তাতে তারা সম্পূর্ণ সাফল্য পেয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
Windows 11 ফিচার রিভিউ
Windows 11-র ক্ষেত্রে একটি বড় আপডেট নিয়ে আসা হয়েছে ফিচারের ক্ষেত্রে। যে সব অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায় সেগুলি ব্যবহার করা যাবে Windows 11-এ। তার মধ্যে সব ফিচার বর্তমানে চালু করা হয়নি। মনে করা হচ্ছে আগামী দিনে সেগুলি চালু করা হবে। এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। এগুলি Windows 11-এ দেওয়ার ফলে ব্যবহারের ক্ষেত্রে যেমন সুবিধা হবে তেমনই অনেকের মতে মোবাইলের ক্ষেত্রে যে অ্যাপগুলি ব্যবহার করা হয় সেগুলি কম্পিউটারে ব্যবহার করলে তাতে ভালো অভিজ্ঞতা হবে না। তাঁদের অনেকের যুক্তি Tiktok শুধুমাত্র মোবাইলে ব্যবহার করা হয়। সেই অ্যাপ যদি কম্পিউটারে ব্যবহার করা হয় তাহলে ব্যবহারকারী তা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। তবে তাঁদের যুক্তি, Twitter, WhatsApp-এর মতো অ্যাপগুলি কম্পিউটারে ব্যবহার করতে পেরে তা সুবিধা হবে।
advertisement
Microsoft Teams-এর একটি বিশেষ আইকন টাস্কবারে যোগ করায় ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Microsoft Teams-এর ক্ষেত্রে Whatsapp-এর মতো একটি লুক দেওয়া হয়েছে। টিমসে ক্লিক করলে একটি বিশেষ চ্যাট উইন্ডো খুলে যাবে। এক্ষেত্রেও বিশেষজ্ঞদের মত, Microsoft Teams-এর জন্য আলাদা করে টাস্কবারে যুক্ত করার পিছনে কী কারণ সে নিয়ে সন্দিহান। তাঁদের বক্তব্য, টিমস যাতে আরও বেশি করে ব্যবহারকারী যুক্ত হতে পারে সেকারণে এই পথ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
The Microsoft Store-এর লুকসের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আনা হয়েছে। এটা ব্যবহারকারীদের খুবই পছন্দ হবে বলে মনে করা হচ্ছে। কোনও অ্যাপ খোঁজা (Search) বা সেই অ্যাপটি ইনস্টল করার ক্ষেত্রে অনেকটাই Google Play Store-এর মতো প্রক্রিয়া রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য পুরো Microsoft Store-টি কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হল হোম (Home) দ্বিতীয়টি হল (Games) এবং শেষ অপশনটি হল অ্যাপস (Apps)। গেমস অপশনের ক্ষেত্রে বেশ বেশ কিছু পরিবর্তন দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন আপডেটের সঙ্গে MS office 2019 দেওয়া হয়েছে। Windows 10-এর ক্ষেত্রে যে যে ফিচারগুলি ছিল এক্ষেত্রেও একই ফিচার রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে MS office 2019-এর ক্ষেত্রে বেশ কিছু আপডেট দেওয়া হবে। MS office 2021 ভার্সন লঞ্চ করা হবে বলেও মনে করা হচ্ছে।
Windows 11 পারফর্ম্যান্স রিভিউ
Windows 11 ইতিমধ্যে ব্যবহার করেছেন এমন বিশেষজ্ঞদের মত, সাধারণ ভাবে দেখতে গেলে Windows 11 খুবই আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি। সেট আপ প্রসেস অত্যন্ত সহজ। এবং সেট আপের পর যে ইন্টারফেস আসে সেটাও অত্যন্ত আকর্ষণীয়। যে সব অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি ব্যবহার করতেও কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। বুট আপ ( Bootup)-এর ক্ষেত্রে Windows-এর অন্য OS এর থেকে WIndows 11-এ কাজ অত্যন্ত দ্রুত সম্পন্ন হয়।
তবে বিশেষজ্ঞরা একথাও জানিয়েছেন, কোনও একটি সিস্টেমে হার্ডওয়্যার কনফিগারেশনের উপর নির্ভর করেও Windows 11-র পারফরম্যান্স নির্ভর করে। বিভিন্ন সংস্থার কাছে Microsoft-এর তরফে ল্যাপটপ পাঠানো হয়েছিল। যাতে করে সেই সব সংস্থা Windows 11 ব্যবহার করে সাধারণ মানুষের কাছে একটি রিভিউ তুলে ধরতে পারেন। ওই ল্যাপটপটি ছিল HP Envy x360-এই মডেলের। যার মধ্যে রয়েছে রাইজেন ৫ ৪৫০০ ইউ (Ryzen 5 4500U) প্রসেসর। এবং রেডিওন (Radeon) গ্রাফিক্স। রয়েছে ১৬ জি বি ( 16GB) RAM এবং ৫১২ জিবি (512GB ) SSD স্টোরেজ ড্রাইভ। এই সিস্টেমে অত্যন্ত ভালো ভাবে কাজ করেছে নতুন OS। শুধু তাই নয়, প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা কাজ করা সম্ভব হয়েছে সিঙ্গল ফুল চার্জ ব্যাটারি লাইফে।
Windows 11 চূড়ান্ত সিদ্ধান্ত
যখন গোটা বিশ্ব বর্তমানে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে এবং নিরাপত্তার উপর আরও জোর দিচ্ছে তখন Windows 11 অন্যতম ভালো উদাহরণ। অত্যন্ত সহজভাবে ব্যবহার যোগ্য একটি OS। একাধিক নতুন আপডেট দেওয়ার ফলে এবং বেশ কিছু লে আউট পরিবর্তন করার ফলে মনে করা হচ্ছে নতুন OS ব্যবহারকারীদের অত্যন্ত পছন্দ হবে। যদি Mas OS এবং Chrome OS-এর সঙ্গে তুলনা করা হয় তাহলে দেখা যাবে Windows 11 এবার নিজেদের ওই OS-গুলির কাছাকাছি নিয়ে যেতে পেরেছে। কারণ প্রতিটি ট্যাব এবং ফিচারকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে খুব সহজেই ইউজাররা তা ব্যবহার করতে পারেন।
কবে থেকে সবাই ব্যবহার করতে পারবেন?
Windows 10 ব্যবহার করছেন এমন অনেকেই হয় তো এখনও Windows 11-র আপডেট লিঙ্ক পাননি। কারণ গত মাসে সংস্থার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল তাতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল একসঙ্গে সব ব্যবহারকারীকে এই আপডেট লিঙ্ক একসঙ্গে দেওয়া হবে না। ধাপে ধাপে নির্দিষ্ট সংখ্যাক ব্যবহারকারীর মধ্যে তা দেওয়া হবে। ২০২৫ সালের মধ্যে সমস্ত Microsoft ব্যবহারকারীর কাছে Windows 11-র আপডেট লিঙ্ক পৌঁছে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
Windows 11 আপডেট করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে সংস্থার তরফে। বলা হয়েছে Microsoft-এর অন্য OS-গুলি আপডেট করতে এবং সেগুলি ইনস্টল করার ক্ষেত্রে যে বিপুল পরিমাণে সময় ব্যয় হয় এক্ষেত্রে তা হবে না। কারণ, যে সিস্টেমে এই OS আপডেট হবে সেটি ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ কোনও ব্যবহারকারী হয় তো কোনও কাজ করছেন। সেই সময়ই ওই ব্যবহারকারীর সিস্টেমে ব্যাকগ্রাউন্ডে নিজে থেকে OS ইনস্টল হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে শুধুমাত্র একবার রিস্টার্ট করতে হবে। তাহলেই নতুন আপডেটেড OS ব্যবহার করতে পারবেন ইউজার।
Location :
First Published :
October 07, 2021 12:07 PM IST