পেট্রোলের গন্ধে চলে! মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে এই মোটরসাইকেল! দুর্দান্ত মাইলেজ

Last Updated:

Honda SP125: সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল!

কলকাতা: মজা করে অনেকে বলেন, এই বাইক পেট্রোলের গন্ধে চলে!
সাম্প্রতিক সময়ে এই বাইক ভারতে বিক্রি হয়েছে সব থেকে বেশি। এবার OBD-2 নিয়ম মেনে SP125 কমিউটার আপডেট করেছে Honda। সম্প্রতি স্পোর্টস এডিশন ট্রিমে লঞ্চ হল সেই মোটরবাইক। তিন রকম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে Honda SP125। মিলছে সাত রকমের রঙে।
স্পোর্টস এডিশনে দুটি রঙ যোগ হয়েছে। সেগুলি হল ডিসেন্ট ব্লু মেটালিক এবং হেভি গ্রে মেটালিক। স্বচ্ছ গ্রাফিক্স এবং রঙের সঙ্গে মানানসই রিম টেপ বাইকে যোগ করেছে বাড়তি ফ্লেয়ার।
advertisement
advertisement
অন্য দিকে, ড্রাম এবং ডিস্ক ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে কালো, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল সাইরেন ব্লু এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক রঙে।
আরও পড়ুন- বিগ ধামাকা সেল! স্মার্টফোনে বিরাট ছাড়, এখনই দেখে নিন আকর্ষণীয় সেরা অফারগুলি
ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ছাড়া বাকি রঙের বাইকগুলোর গ্রাফিক্স এবং স্টাইল এক। অর্থাৎ বডি রঙের ফ্রন্ট ফেন্ডার, হেডলাইট কাউল, পিলিয়ন গ্র্যাবাইল দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে বডি-পড হেডলাইট, দুর্দান্ত ডিজাইন এবং গাঢ় রঙ।
advertisement
এলইডি হেডলাইট চাইলে তাও মিলবে। তার সঙ্গে থাকবে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইঞ্জিন স্টার্ট/স্টপ স্যুইচ, এবং কম্বাইনড ব্রেকিং সিস্টেম। বাইকের যাবতীয় তথ্যও মিলবে হাতের কাছে। যেমন রিয়েল টাইম ফুয়েল, অ্যাভারেজ ফুয়েল, ডিসট্যান্স টু এম্পটি মিটার, ইকো ইন্ডিকেটর এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর।
জ্বালানির কথাই যখন উঠল তখন খরচখরচার দিকটাও দেখে নেওয়া যাক। ধরা যাক, ১০২.২৫ টাকা লিটার পেট্রোল। প্রতি মাসে গড়ে ৫০০ কিমি চালালে Honda SP125-এর জন্য প্রতি মাসে খরচ হবে ৭৮৪ টাকা। তবে ছোট ছোট কয়েকটা জিনিস মেনে চললে জ্বালানি খরচ আরও কমানো যায়। যেমন ট্রাফিকে ইঞ্জিন বন্ধ রাখা, ঘন ঘন গিয়ার শিফট না করা ইত্যাদি।
advertisement
Honda SP125 মোটরবাইকে দেওয়া হয়েছে 123.94cc-র সিঙ্গল সিলিন্ডার, এয়ার-কুলড মোটর যা 7,500rpm-এ 10.7bhp এবং 6,000rpm-এ 10.9Nm-এর সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে। এই মডেলে অনবোর্ড ডায়গনস্টিক সিস্টেমও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- *401# ডায়াল করবেন না, লুকিয়ে আছে বড় বিপদ, সতর্ক করে দিল সরকার
রিয়েল টাইমে কতটা কার্বন নির্গমন হচ্ছে সেটা ট্র্যাক করে এই সিস্টেম। পাশাপাশি কোনও ত্রুটি থাকলে সেটাও চালককে জানায়।
advertisement
কলকাতায় Honda SP 125-এর অন রোড দাম শুরু হচ্ছে ১.০২ লক্ষ টাকা থেকে, যার মধ্যে রয়েছে RTO চার্জ ১০,২০৯ টাকা, বিমা খরচ ৬,০৬৫ টাকা। এক্স-শোরুম মূল্য ৮৬,১২৩ টাকা।
অন্য দিকে, কলকাতায় SP 125 টপ মডেল অন রোডের দাম ১.০৭ লক্ষ যখন এর এক্স-শোরুম মূল্য ৯০,৬৭৩। SP 125 ইএমআইতেও কেনা যায়। SP 125 বেস মডেলের জন্য ২,৪৮১ টাকা দিতে হবে প্রতি মাসে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পেট্রোলের গন্ধে চলে! মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে এই মোটরসাইকেল! দুর্দান্ত মাইলেজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement