Amazon Great Republic Day Sale 2024: বিগ ধামাকা সেল! স্মার্টফোনে বিরাট ছাড়, এখনই দেখে নিন আকর্ষণীয় সেরা অফারগুলি
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Amazon Great Republic Day Sale 2024: Amazon-এর Great Republic Day Sale-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৫০,৯৯৯ টাকায়। আসলে এর দাম ৫৯,৯০০ টাকা। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই ফোনের দাম দাঁড়াবে ৪১,২৫০ টাকা।
Amazon Great Republic Day Sale 2024 শুরু হয়েছে। ইতিমধ্যেই তা Prime সদস্যদের জন্য শুরু হয়ে গিয়েছে। ১৩ জানুয়ারি দুপুর ১২টার পর সকলেই এই ছাড়ের আওতায় এসেছেন। নতুন বছরের শুরুতে Amazon-এর এই বড় সেল-এ, গ্রাহকরা পাবেন স্মার্টফোন, ল্যাপটপ, অ্যামাজন ডিভাইস এবং টিভি মডেলের মতো অনেক পণ্যের উপর বড় ছাড়। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
জেনে নেওয়া যাক কিছু স্মার্টফোনের উপর প্রাপ্ত ছাড়ের বিষয়ে—
Apple iPhone 13 128GB
advertisement
Amazon-এর Great Republic Day Sale-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৫০,৯৯৯ টাকায়। আসলে এর দাম ৫৯,৯০০ টাকা। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই ফোনের দাম দাঁড়াবে ৪১,২৫০ টাকা। SBI ক্রেডিট কার্ড থাকলে মিলতে আরও ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
advertisement
Samsung Galaxy A34
যদি কেউ ৩০,০০০ টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে ১,৫০০ টাকার ছাড়-সহ এই ফোনটি কিনতে পারেন ২৭,৪৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারের এই ফোনের দাম দাঁড়াবে ২৫,৩৫০ টাকা। এই ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ জিবি পর্যন্ত RAM রয়েছে।
advertisement
Samsung Galaxy S23 FE 5G
Amazon-এর সেলে Galaxy S23 FE 5G-তে পাওয়া যাচ্ছে ২০০০ টাকার কুপন ডিসকাউন্ট। এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে ৪১,২৫০ টাকা পর্যন্ত ছাড়। নির্বাচিত ক্রেডিট কার্ড পেমেন্ট করলে ৯,২৫০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। গ্রাহকদের জন্য নো-কস্ট ইএমআই-এর ব্যবস্থাও রয়েছে।
advertisement
Honor 90
Amazon Great Republic Day Sale-এ গ্রাহকরা ৪৭,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটিতে পাবেন ৬,০০০ টাকার কুপন ডিসকাউন্ট। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে মিলতে পারে ২৭,১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং কার্ভড AMOLED ডিসপ্লে।
POCO C51
যাঁরা একেবারে এন্ট্রি লেভেলের ফোন চাইছেন, তাঁরা এই স্মার্টফোনটির কথা ভাবতে পারেন। ৯,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটি Amazon-এর সেলে পাওয়া যাবে মাত্র ৫,৭৯৯ টাকায়। এছাড়াও, এতে মিলবে ১০০ টাকার কুপন ডিসকাউন্ট। ৫,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। ৮ মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা সেট-আপ রয়েছে এই ফোনটিতে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 2:46 PM IST