Honda-র এই বাইক বাজার কাঁপাচ্ছে! দুর্দান্ত মাইলেজ, EMI কত পড়বে? দেখে নিন

Last Updated:

Honda SP 160: হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া নিয়ে এসেছে নতুন বাইক Honda SP 160। এতে রয়েছে ১৬২.৭ সিসি-র ইঞ্জিন। আপাতত মিলছে দুটি ভ্যারিয়েন্টে। ভারতের বাজারে এখন এই মডেল বেশ জনপ্রিয় হয়েছে।

কলকাতা: হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া নিয়ে এসেছে নতুন বাইক Honda SP 160। এতে রয়েছে ১৬২.৭ সিসি-র ইঞ্জিন। আপাতত মিলছে দুটি ভ্যারিয়েন্টে। এখন Honda SP 160-এর দাম, ইঞ্জিন, মাইলেজ এবং স্পেসিফিকেশনের খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
Honda SP 160-এর ভ্যারিয়েন্ট এবং দাম: Honda SP 160-এর দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। প্রথমটি সিঙ্গল ডিস্ক ব্রেক এবং দ্বিতীয়টি টুইন ডিস্ক ব্রেক। সিঙ্গল ডিস্ক ব্রেকের দাম শুরু হচ্ছে ১.১৭ লাখ টাকা থেকে। এর সঙ্গে বিমা এবং আরটিও মিলিয়ে অন রোড দাম পড়বে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা।
আরও পড়ুন- ‘মানুষ করতে পারিনি..,’ ছোট ভাইকে নিয়ে বিস্ফোরক মমতা! উত্তর দিলেন বাবুনও…
টুইন ডিস্ক ব্রেকের প্রারম্ভিক মূল্য ১.২২ লাখ টাকা। বিমা এবং আরটিও মিলিয়ে অন রোড দাম পড়ছে ১,৩০,২৬৭ টাকা। গ্রাহক চাইলে ইএমআই-তে কিনতে পারেন। সেক্ষেত্রে ৩৬ মাস মেয়াদে প্রতি মাসে ৪,০৬৪ টাকা ইএমআই দিতে হবে।
advertisement
advertisement
Honda SP 160-এর ডিজাইন: Honda SP 160-এর ডিজাইন অনেকটা SP 125-এর মতোই। একই রকম বডি প্যানেল, ভি আকৃতির এলইডি হেডলাইট, সামান্য চওড়া ট্যাঙ্ক, সিঙ্গল গ্র্যাব রেল, ক্রোম ট্রিম সহ সাইড-স্লাং এক্সজস্ট সহ ডিজাইন মোটামুটি এক।
Honda SP 160-এর রঙ: কোম্পানি ৬টি রঙে নতুন Honda SP 160 লঞ্চ করেছে। প্রথম রঙটি ম্যাট ডার্ক ব্লু মেটালিক, দ্বিতীয়টি পার্ল স্পার্টান রেড, তৃতীয়টি ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, চতুর্থটি পার্ল ইগনাইট ব্ল্যাক, পঞ্চমটি ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এবং ষষ্ঠটি পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে।
advertisement
Honda SP 160-এর ইঞ্জিন স্পেসিফিকেশন: Honda SP 160-এ ১৬২.৭ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে যা এয়ার কুলড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।
আরও পড়ুন- লোকসভা ভোটের আগেই চালু সিএএ, মতুয়ারা এতে কতটা লাভবান হলেন? রাজনৈতিক তরজা তুঙ্গে
এই ইঞ্জিন 7,500 rpm-এ 13.46 bhp শক্তি এবং 14.58 Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনের সঙ্গে একটি 5 স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে যা পিছনের চাকায় শক্তি সরবরাহ করে।
advertisement
Honda SP 160-এর মাইলেজ: Honda SP 160-এর মাইলেজ ৬৫ কেএমপিএল। অর্থাৎ এক লিটার পেট্রোলে ৬৫ কিমি পাড়ি দেবে এই বাইক।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Honda-র এই বাইক বাজার কাঁপাচ্ছে! দুর্দান্ত মাইলেজ, EMI কত পড়বে? দেখে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement