এটাই এখন ভারতের এক নম্বর স্কুটার! বিক্রির রেকর্ডে ধারে-কাছে আর কোনও স্কুটি নেই

Last Updated:

Honda Activa: ভারতে এখন এই স্কুটারটাই চলছে। রেকর্ড বিক্রি। আর কোন কোন স্কুটি হিট, জেনে নিন।

নয়াদিল্লি: জানুয়ারি ২০২৩-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক সম্পর্কে আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি। বাইকের মতো স্কুটারও এদেশে প্রচুর বিক্রি হয়।
স্কুটার চালিয়ে অনেকে বাইকের চেয়ে বেশি আরাম পান। স্কুটারে স্টোরেজ বেশি। জানুয়ারী ২০২৩-এ সেরা ১০টি স্কুটারের বিক্রি জানুয়ারি ২০২২-এর তুলনায় ১৫.৪৭ শতাংশ বেড়েছে৷ গত মাসে স্কুটারের মোট বিক্রি দাঁড়িয়েছে ৩,৪১,৭৯১ ইউনিট। এখানে আমরা দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫টি স্কুটারের কথা বলব।
আরও পড়ুন- মাত্র ৫৪৯৯ টাকায় ওয়ান প্লাসের 5G ফোন, জানুন কী ভাবে কোথায় কিনবেন
গত মাসে দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার Honda Activa। এমনকী বিক্রির দিক থেকে এটি অনেক বাইককেও পিছনে ফেলেছে। Hero Splendor-এর পরে দেশের দ্বিতীয় সেরা বিক্রিত টু-হুইলার এই স্কুটার।
advertisement
advertisement
অ্যাক্টিভা ২০২৩ সালের জানুয়ারি মাসে মোট ১,৩০,০০১ ইউনিট বিক্রি হয়েছে। ২০২২ সালের জানুয়ারি মাসে এটি ১,৪৩,২৩৪ ইউনিট বিক্রি করেছে। তালিকায় এটিই একমাত্র স্কুটার, যার বিক্রি ১ লাখ ইউনিট অতিক্রম করতে সক্ষম হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে ছিল টিভিএস জুপিটার, যার বিক্রি বেড়েছে ২৫ শতাংশ। এটি গত মাসে ৪৩,৪৭৬ ইউনিট বিক্রি হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে সুজুকি অ্যাক্সেস। জানুয়ারী ২০২৩-এ অ্যাক্সেসের ৪৫,৪৯৭ ইউনিট বিক্রি হয়েছে।
advertisement
আরও পড়ুন- ফ্রি-র দিন শেষ! এবার ফেসবুকেও দিতে হবে টাকা, জানুন জরুরি খবর
তালিকার চার নম্বরে ছিল TVS Ntorq, যার বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। এটি গত মাসে ২৪,৩৬২ ইউনিট বিক্রি হয়েছে। একইভাবে পঞ্চম অবস্থানে রয়েছে Honda Dio। ২০২৩ সালের জানুয়ারিতে এটি ১৮,৭৫২ ইউনিট বিক্রি হয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এটাই এখন ভারতের এক নম্বর স্কুটার! বিক্রির রেকর্ডে ধারে-কাছে আর কোনও স্কুটি নেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement