বাজারে আসছে Hero-র নতুন মোটরবাইক! দুর্দান্ত দেখতে এই স্ট্রিটফাইটার
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Harley-Davidson X440 হল Harley-র সব থেকে সাশ্রয়ী মোটর বাইক। গত বছর বাজারে এসেছিল এটি। এই ক্ষেত্রে সংস্থার সঙ্গী ছিল Hero MotoCorp।
কলকাতা: বাজারে আসছে Hero-র ফ্ল্যাগশিপ মোটর বাইক। সম্প্রতি Hero MotoCorp আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, এই ফ্লাগশিপ মোটরবাইকের নাম হতে চলেছে Maverick।
এর আগে এই মোটর বাইকের দু’টি নাম উঠে এসেছিল—Maverick এবং Hurikan। ফলে নতুন বাইকটির কী নাম হবে শেষ পর্যন্ত তা নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে জয় হয়েছে Hero Maverick 440-র।
জানা গিয়েছে এটি Harley-Davidson X440-র সমতুল প্লাটফর্মে তৈরি মোটর বাইক হতে চলেছে। তবে খাঁটি ভারতীয় ব্র্যান্ডে। ২০২৪ সালের ২৩ জানুয়ারি বাজারে আসছে Hero Maverick 440।
advertisement
advertisement
আরও পড়ুন- শীতে কাঁপছে বঙ্গ! পুরুলিয়ার টেক্কা সব জেলাকে! কবে কমবে ঠান্ডা?
Harley-Davidson X440 হল Harley-র সব থেকে সাশ্রয়ী মোটর বাইক। গত বছর বাজারে এসেছিল এটি। এই ক্ষেত্রে সংস্থার সঙ্গী ছিল Hero MotoCorp। আসন্ন Hero Maverick 440-এও থাকতে পারে প্রায় একই রকম আন্ডারপিনিং, সঙ্গে ট্রেলিস ফ্রেম এবং ৪৪০ সিসি অয়েল-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন।
advertisement
তবে অবশ্যই আমেরিকান কাউন্টারপার্ট মডেল Harley-Davidson X440-এর থেকে অনেকাংশেই আলাদা হতে চলেছে এই মডেল, সেকথা নতুন করে বলার প্রয়োজন নেই।
কী কী পরিবর্তন করা হতে পারে, দেখে নেওয়া যাক এক নজরে—
মনে করা হচ্ছে, Hero Maverick 440-তে থাকতে পারে ঐতিহ্যবাহী টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক। X440-তে কিন্তু রয়েছে USD ফোর্ক। তাছাড়া, Harley-র মতো রেট্রো লুকও থাকবে না Maverick-এ।
advertisement
সামনে থাকতে পারে H-আকৃতির LED DRL-সহ একটি বৃত্তাকার হেডল্যাম্প। মনে করা হচ্ছে এই বাইকে থাকতে পারে ১৭ ইঞ্চি অ্যালয়-হুইল। Harley X440-এ এই চাকার ব্যস ১৯ ইঞ্চি।
আরও পড়ুন- ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল…
সব থেকে বড় বিষয় Harley X440 হল একটি ‘রোডস্টার’ বাইক। Maverick 440 হতে চলেছে একটি ‘স্ট্রিটফাইটার’। মনে করা হচ্ছে, এর জ্বালানী ট্যাঙ্কেও নতুন ডিজাইন আসতে পারে।
advertisement
এছাড়া, Maverick-এ প্রায় একই রকম জায়গা থাকবে যেমন রয়েছে Harley X440-তে। Maverick-এর ক্ষেত্রে ৪৪০ সিসি মোটরটি প্রায় ২৭ bhp পাওয়ার এবং ৩৮ Nm টর্ক উৎপাদন করতে পারবে। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 14, 2024 6:59 PM IST