Happy Halloween 2024: হ্যালোইন পলক্ষে পাঠান শুভেচ্ছার মেসেজ, মন ভাল করে দিন প্রিয়জনের
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Happy Halloween 2024: উৎসব বা অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো প্রাচীন রীতি। হ্যালোইনেও তার অন্যথা হবে কেন! বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে এই দিন ‘ভৌতিক শুভেচ্ছা’ পাঠানোই যায়।
Happy Halloween 2024: ভূতেদের জন্য আস্ত একটা দিন! হ্যাঁ, হ্যালোইন। ভূতেরা শোরগোল পছন্দ করে কি না জানা নেই, তবে গোটা বিশ্বেই মহাধুমধামের সঙ্গে পালিত হয় এই দিন। ঘরবাড়ি সাজানো হয় ভূতের বাড়ির মতো। সামনে থাকে ভূতের মডেল। ইদানীং বাঙালিও মেতে উঠেছে এই উৎসবে। প্রাচ্যের ভূত চতুর্দশীর সঙ্গে মিশে গিয়েছে প্রাশ্চাত্যের হ্যালোইন।
উৎসব বা অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো প্রাচীন রীতি। হ্যালোইনেও তার অন্যথা হবে কেন! বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে এই দিন ‘ভৌতিক শুভেচ্ছা’ পাঠানোই যায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা যায় ভৌতিক স্টিকার কিংবা GIF। তবে হ্যাঁ, হ্যালোইন মেসেজ যেন ভুতের বাড়ির মতোই রোমাঞ্চকর হয়, তবেই তো জমবে মজা।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপে হ্যালোইন স্টিকার পাঠানোর পদ্ধতি:
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ইউজার যাঁকে স্টিকার পাঠাতে চান, তাঁর চ্যাটে যেতে হবে।
এবার ট্যাপ করতে হবে ইমোজি আইকনে।
এরপর যেতে হবে স্টিকার সেকশনে।
‘Get More Stickers’ –এ ট্যাপ করতে হবে।
এখানে অ্যাপ স্টোর থেকে খুঁজে বের করতে হবে হ্যালোইন স্টিকার।
advertisement
পছন্দ অনুযায়ী প্রিয় স্টিকার প্যাক ডাউনলোড করতে হবে।
এবার ইউজার যে স্টিকার পাঠাতে চান, তাতে ট্যাপ করলেই হবে।

ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে হ্যালোইন ছবি পাঠানোর পদ্ধতি:
প্রথমে চ্যাট খুলতে হবে।
ইমোজি আইকনে ট্যাপ করতে হবে।
এবার যেতে হবে GIF সেকশনে।
GIF সার্চবারে হ্যালোইন লিখে সার্চ করতে হবে।
advertisement
এবার সিলেক্ট করতে হবে পছন্দের GIF।
ট্যাপ ইউজার যাঁকে পাঠাতে চান, তাঁর কাছে চলে যাবে ।
ইনস্টাগ্রামে হ্যালোইন স্টোরি পোস্ট করার পদ্ধতি:
প্রথমেই ইনস্টাগ্রাম খুলতে হবে। এবার ইউজার ‘Your Story’ আইকন সিলেক্ট করতে পারেন কিংবা ডানদিকে সোয়াইপ করে খুলতে পারেন ফোনের ক্যামেরা।
advertisement
এবার পছন্দের ভিডিও বা ছবি তোলা যায় কিংবা গ্যালারি থেকে বেছে নেওয়া যায়, যেটা ইউজার ইনস্টাগ্রাম স্টোরি হিসাবে পোস্ট করতে চান।

এতে মিউজিক, GIF, স্টিকার এবং হ্যালোইন এফেক্ট দিতে পাওয়ার অপশনে ট্যাপ করতে হবে।
এবার শুভেচ্ছা বার্তা বা অন্য টেক্সটও যোগ করা যায়। ঠিক করে নিতে হবে ফন্ট, স্টাইল এবং রঙ।
advertisement
এবার ‘Share to Story’-তে ট্যাপ করে শেয়ার করতে পারবেন ইউজার।
ইনস্টাগ্রাম স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে পোস্ট হয়ে যায়। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করার ঠিক আগেই এই অপশন দেখায়। এটা বেছে নিলে আর আলাদা করে ফেসবুকে পোস্ট করতে হবে না। ইনস্টাগ্রাম থেকেই সরাসরি পোস্ট হয়ে যাবে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 31, 2024 1:48 PM IST