Happy Diwali 2024: সকলের জীবন ভরে উঠুক আনন্দের আলোয়! প্রিয়জনদের পাঠান দীপাবলির শুভেচ্ছা
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Diwali Wishes & Message 2024: শুভ দীপাবলি! আলোর উৎসবে প্রিয়জনকে শুভেচ্ছা পাঠান এই মেসেজের মাধ্যমে
Happy Diwali 2024: আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠতে চলেছেন সমগ্র দেশের মানুষ। হিন্দু মহাকাব্য রামায়ণ থেকে জানা গিয়েছে যে, দীর্ঘ চোদ্দ বছরের বনবাস কাটিয়ে রাবণ বধ করে দীপাবলির দিনেই অযোধ্যায় পা রেখেছিলেন ভগবান রাম, ভগবান লক্ষ্মণ, ভগবান হনুমান এবং দেবী সীতা।
হিন্দু চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক মাসের ১৫-তম দিনেই দীপাবলি পড়ে। এই রাত আসলে বছরের সবথেকে গভীরতম রাত। চলতি বছর ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে দীপাবলি। পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হয় ধনতেরস দিয়ে। সব শেষে উদযাপিত হয় ভাইফোঁটা। আর ৩০ অক্টোবর অর্থাৎ দীপাবলির আগের দিনটিকে বলা হয় ছোটি দিওয়ালি। এর পাশাপাশি এই দিনটাকে নরক চতুর্দশী নামেও ডাকা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: দীপাবলিতে স্মার্টফোন দিয়েই ‘নিখুঁত ফটো’ তুলুন, শুধু মেনে চলুন এই কটা টিপস, বাঁধিয়ে রাখার মতো ছবি উঠবে
১. দীপাবলির দীপের আলো আপনার ঘরকে ভরে তুলুক ধনসম্পদ, সুখ আর আনন্দে! আপনাকে এবং আপনার পুরো পরিবারকে জানাই শুভ দীপাবলি!
advertisement
২. প্রদীপের আলোর দীপ্তি আপনার আত্মাকে আলোকিত করে তুলুক এবং আপনার জীবন থেকে অন্ধকার কাটিয়ে দিক। আলোয় ভরে উঠুক আপনার দীপাবলি!
advertisement

৩. ছোটি দিওয়ালির শুভ দিনে আপনার এবং আপনার প্রিয়জনদের উপর বজায় থাকুক দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ। আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
৪. প্রদীপের মতোই সব সময় ঝলমল করুক আপনার জীবন। প্রার্থনা করি, আপনি আলোয় উজ্জ্বল হয়ে উঠুন, সমৃদ্ধি আসুক।
advertisement

৫. দীপাবলির উদযাপন আপনার জীবনে নিয়ে আসুক অসীম আনন্দ। আগামী বছরটা ভাল করে কাটান। আপনার জীবন নতুন সাফল্য আর কৃতিত্বে ভরে উঠুক। শুভ দীপাবলি!
৬. অন্ধকারের উপর আমরা আলোর জয় উদযাপন করছি। এই ছোটি দিওয়ালির আনন্দের মাধ্যমেই শুরু হোক সুন্দর ও নতুন বছর।
advertisement
আরও পড়ুন: দিওয়ালিতে হুড়হুড় করে পড়ল দাম, জিও রিচার্জ অর্ধেক দামে, ধাসু প্ল্যানে পাবেন কলিং-ডেটার দারুণ সুবিধা, আজই কিনে নিন
৭. প্রিয় মিষ্টি থেকে শুরু করে নতুন জামা, সব জায়গায় আলো থেকে শুরু করে হাসি-আনন্দ বজায় থাকুক। দীপাবলির বিশেষ দিনে সমস্ত উদ্বেগ ভুলে প্রিয়জনদের সঙ্গে মেতে উঠুন আনন্দে। শুভ দীপাবলি!
advertisement
৮. আশা করি, আলোর উৎসব আপনার জীবনকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। শুভ দীপাবলি!

৯. এই দীপাবলিতে আপনার ঘর ভরে উঠুক হাসি আর আনন্দে। প্রিয়জনদের সঙ্গে কাটুক সময়। তৈরি হোক সুখস্মৃতি। শুভ দীপাবলি!
advertisement
১০. সুখ, শান্তি, তৃপ্তি এবং ভালবাসায় পরিপূর্ণ হোক দীপাবলি। মোমবাতির আলোয় ঘুচে যাক জীবনের সমস্ত যন্ত্রণা। সারা বছর কাটুক ভাল!

১১. দীপ জ্বালাও, দীপ জ্বালাও, আজ দিওয়ালি রে
খুশি খুশি সব হাসতে যাও, আজ দিওয়ালি রে!
হ্যাপি দিওয়ালি!
১২. বিশুদ্ধতার তেলে আলোকিত হোক আত্মার প্রদীপ। সত্যের আগুনে জ্বলেপুড়ে খাক হয়ে যাক অশুভ শক্তি। শুভ দীপাবলি!
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2024 9:47 AM IST










