Eid Ul Fitr 2021: পবিত্র ইদের শুভেচ্ছা! বাঁকা চাঁদ দেখার পর আজ ইদ উল ফিতর উদযাপন কড়া হবে। ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস হল শাওয়াল। এই মাসের প্রথম দিনটি হল ইদ উল ফিতর। অতিমারীর জন্য কিছু কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে এবং এই কারণেই আজ ইদ খুব ব্যক্তিগত স্তরে পালিত হবে। তবে যে ভাবেই পালিত হোক এই উৎসবের খুশি দ্বিগুণ হবে যখন আপনি প্রিয়জনকে পাঠাবেন ইদের শুভেচ্ছা বার্তা, SMS বা আপনার সোশ্যাল মিডিয়া ভরে উঠবে ইদের স্টেটাসে।
ইদের শুভেচ্ছা বার্তা:
·ইদ মুবারক। আপনার পরিবার ও বন্ধুদের ইদের উষ্ণ অভিনন্দন।
·একগুচ্ছ ফুলের মতো ভালোবাসা জানালাম। ইদের শুভেচ্ছা।
·এই কঠিন সময়ে আল্লাহ আপনার পাশে থাকুন। ইদ মুবারক।
·খুশির ইদের শুভেচ্ছা। পবিত্র ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন।
·আল্লাহ আপনাকে প্রচুর আনন্দ, সুখ এবং সুস্বাস্থ্য দিন। ইদ মুবারক!
·আপনাকে পবিত্র ইদের শুভকামনা জানাই! ঈশ্বর আপনাকে সুরক্ষিত এবং সুখী রাখুন।
·আল্লারহ আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। আপনাকে ইদ উল ফিতরের শুভ কামনা!
·শান্তি, সুরক্ষা, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি শুধু আপনার হোক। ইদ মুবারক!
·আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে পবিত্র দিনটি কাটান। ইদ মুবারক!
ইদের মেসেজ:
·ইদের এই শুভ দিনে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং আপনি সুখ এবং শান্তির অধিকারী হন।
·আমার বন্ধুদের, ভালোবাসা এবং উষ্ণ শুভেচ্ছা ও তার সঙ্গে বিশেষ প্রার্থনাও। ইদ উল ফিতর শুভ হোক!
·এই পবিত্র দিনে বিশ্বব্যাপী মানুষের মুখে হাসি ফোটার জন্য দোয়া করুন। আপনাকে এবং আপনার পরিবারকে ইদ মুবারক।
·আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা এই কঠিন সময়ের মোকাবিলা করব একসঙ্গে। আমরা ছড়িয়ে দেব সুখ, মমতা এবং শান্তি। ইদ মুবারক!
·পবিত্র ইদের অনেক শুভেচ্ছা! দিনটি প্রচুর ভালোবাসা এবং শান্তিতে ভরে উঠুক। আমি আপনার প্রতি মুহূর্তের সুখ, সুস্বাস্থ্য এবং শান্তিময় জীবনের কামনা করি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eid, Eid Ul Fitr, Eid-ul-Fitr 2021