#নয়াদিল্লি: ভারত-চিন সংঘর্ষ ও ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার উত্তপ্ত আবহে ২৯ জুন টিকটক UC Browser, CamScanner-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ছিল ভারত সরকার। ফের একবার মঙ্গলবার, ভারত সরকার একটি অন্তর্বর্তী রায়ে জানিয়েছে যাতে বলা হয়েছে যে এই আদেশ সম্পূর্ণরূপে বহাল থাকবে। আর কোম্পানিগুলি যে এই আদেশটি কঠোরভাবে অনুসরণ করতে হবে। যদি কোনভাবে এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে সেই কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই প্রত্যেকটি কোম্পানিকে ইতিমধ্যেই চিঠি লিখে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে এই তালিকায় থাকা কোনও অ্যাপ যদি ভারত সরকারের এই রায় লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে ভারত সরকার।
#BreakingNews | GOVT SAYS - सरकार ने चीन की कंपनियों दी चेतावनी - चाइनीज App पर लगे बैन का पालन हो - App दूसरे रास्ते से उपलब्ध कराना अवैध pic.twitter.com/WgPFCSX0Xp
— CNBC-AWAAZ (@CNBC_Awaaz) July 21, 2020
তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানানো হয়েছে, যদি সরাসরি অথবা অন্য কোনও ভাবে এই ধরনের কোনও অ্যাপ ভারতে চালানো সম্ভব হয়, তাহলে সেই অ্যাপের বিরুদ্ধে টেকনোলজি আইন এবং অন্যান্য আইনে মামলা রুজু করা হবে। সেই অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে ভারত সরকার।
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই ধরনের চিনা অ্যাপ, মোবাইলে থাকলে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সব অ্যাপ থেকে বিরত থাকাই শ্রেয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chinese app, Government, TikTok