Google: মানুষের ছবি আর তৈরি করছে না গুগল জেমিনি! ফিচার কী তাহলে উঠেই গেল?

Last Updated:

জেমিনি বিশেষ করে মানুষের যে ছবি তৈরি করছে, তা বর্ণগত এবং জাতিগত বিদ্বেষকে উস্কে দিচ্ছে বলেই অভিযোগ।

Google: মানুষের ছবি আর তৈরি করছে না গুগল জেমিনি! ফিচার কী তাহলে উঠেই গেল?
Google: মানুষের ছবি আর তৈরি করছে না গুগল জেমিনি! ফিচার কী তাহলে উঠেই গেল?
গুগল নিয়ে এসেছিল জেনারেটিভ এআই চ্যাটবট জেমিনি। অ্যান্ড্রয়েড ফোনে তো বটেই, গুগল অ্যাপ থেকে আইফোনেও এই এআই ফিচার ব্যবহার করা যাবে। ইউজারদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি চ্যাট এবং ছবি তৈরি করবে জেমিনি।
আর এই ছবি তৈরি করা নিয়েই আপাতত চরম শোরগোল। জেমিনি বিশেষ করে মানুষের যে ছবি তৈরি করছে, তা বর্ণগত এবং জাতিগত বিদ্বেষকে উস্কে দিচ্ছে বলেই অভিযোগ।
জেমিনিতে যে ছবি তৈরি করা হবে, তার নানা ক্যাটাগরি পাওয়া যায়। তার মধ্যে ঐতিহাসিক ক্যাটাগরিতে তৈরি একের পর এক মানুষের ছবির স্ক্রিনশট সম্প্রতি ইউজাররা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বর্ণবিদ্বেষ এবং জাতিবিদ্বেষের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।
advertisement
advertisement
বলা হচ্ছে যে জেমিনির ডেটার মধ্যেই এই বর্ণ এবং জাতিগত স্টিরিওটাইপটি নিহিত রয়েছে। ফলে, জেমিনিকে মানুষের ছবি তৈরি করতে বললেই সে সব সময়েই হালকা গাত্রবর্ণের ছবি তৈরি করছে।
পরিস্থিতি এবং ইউজারদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে আপাতত জেমিনির এই মানুষের ছবি তৈরি করার ক্ষমতা বন্ধ রেখেছে গুগল। তাদের তরফে ক্ষমা প্রার্থনা করে, ভুল স্বীকার করে নিয়ে জানানো হয়েছে যে তারা জেমিনির এই ভুল শুধরে নেবে, এর জন্যকিছু সময় দরকার, ততক্ষণ পর্যন্ত জেমিনির মানুষের ছবি তৈরির ফিচারটি স্থগিত রাখা হচ্ছে।
advertisement
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল যে অ্যান্ড্রয়েডের মতো আইওএসে ডেডিকেটেড জেমিনি অ্যাপ নেই। তবে আইফোন ইউজাররা গুগল অ্যাপ থেকে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, বর্তমানে জেমিনি এআই ফিচার নির্বাচিত বাজারেই সীমাবদ্ধ। ফলে যে সব দেশে এই ফিচার সাপোর্ট করে সেখানকার আইফোন ইউজাররাই জেমিনি এআই চ্যাটবটের অ্যাক্সেস পেতে পারেন।
এর জন্য প্রথমে গুগল অ্যাপ ইনস্টল করতে হবে। জেমিনি এআই আইওএস ১৫.০ বা পরবর্তী ভার্সনের সমস্ত আইফোনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে জেমিনি এআই ব্যবহার করতে হলে ইউজারের গুগল অ্যাকাউন্ট এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
advertisement
গুগল অ্যাপ ইনস্টল হয়ে গেলে স্ক্রিনের উপরের দিকে একটা টগল দেখা যাবে। এ থেকে গুগল সার্চ বা জেমিনির মধ্যে যে কোনও একটা বেছে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোনে ভয়েস কম্যান্ডের মাধ্যমে জেমিনি এআই চালু করা যাবে না। চ্যাটবটে অ্যাক্সেসের জন্য প্রতিবার গুগল অ্যাপ খুলতে হবে।
ইউজারের সমস্ত প্রশ্নের উত্তর দেবে জেমিনি এআই। শুধু টেক্সট প্রম্পটের মাধ্যমে ছবি তৈরি করবে। ছবি থেকে ছবিও তৈরি করে দেবে। শুধু মানুষের ছবিই যা আপাতত তৈরি করা যাবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google: মানুষের ছবি আর তৈরি করছে না গুগল জেমিনি! ফিচার কী তাহলে উঠেই গেল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement