Gmail: অগাস্ট থেকে জিমেইল বন্ধ হয়ে যাচ্ছে? আসল সত্যি জানালেন বিশেষজ্ঞরা

Last Updated:

সকলেই উদ্বিগ্ন। জিমেইল বন্ধ হয়ে গেলে কাজকর্ম হবে কী করে? আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটা আংশিক সত্য গুজব। সেটা কীরকম?


অগাস্ট থেকে জিমেইল বন্ধ হয়ে যাচ্ছে? আসল সত্যি জানালেন বিশেষজ্ঞরা
অগাস্ট থেকে জিমেইল বন্ধ হয়ে যাচ্ছে? আসল সত্যি জানালেন বিশেষজ্ঞরা
গুগল না কি জিমেইল বন্ধ করে দিচ্ছে! তাও আবার এই অগাস্টেই। এমনই খবর ছড়িয়েছে গোটা বিশ্বে। হাজার হাজার পোস্টে ছেয়ে গিয়েছে এক্স প্ল্যাটফর্ম। সকলেই উদ্বিগ্ন। জিমেইল বন্ধ হয়ে গেলে কাজকর্ম হবে কী করে? আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটা আংশিক সত্য গুজব। সেটা কীরকম?
গুগল জিমেইল বন্ধ করছে না। এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে এ কথা জানিয়েছে কোম্পানি। তবে জিমেইলের একটা ফিচার বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা হল ই-মেল প্ল্যাটফর্মের ‘বেসিক HTML ভার্সন’। গত বছরের সেপ্টেম্বরেই এই সিদ্ধান্ত নিয়েছিল গুগল।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার এক্স প্ল্যাটফর্মে একটি ছবি ভাইরাল হয়। অফিসিয়াল ই-মেলের ছবি, যার শিরোনাম ‘সূর্যাস্তের পথে জিমেইল’। এখান থেকেই গুজব ছড়ায়। অনেকে মনে করে, এটা বোধহয় গুগলের অফিসিয়াল ই-মেলের ছবি। এরপরই এক্স ইউজাররা ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় পোস্ট।
ছবিতে লেখা ছিল, ‘জিমেইলের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে’। তবে এটা ভুয়ো ছবি। নিয়মিত জিমেইল ইউজারদের চিন্তিত হওয়ার কিছু নেই। উল্লেখ্য, সম্প্রতি গুগলের এআই টুল জেমিনি শ্বেতাঙ্গদের ছবি তৈরি করতে অস্বীকার করে। অনেক ইউজার এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন। তাঁরা জেমিনিকে ‘বর্ণবাদী’ বলে দেগে দেন। শেষ পর্যন্ত জেমিনির পক্ষ থেকে গুগল ক্ষমা চায়। তারপরই জিমেইল বন্ধ হয়ে যাওয়ার ভুয়ো খবর সামনে আসে। দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। অবশেষে গুগল আসরে নামে। তারা স্পষ্ট জানায়, জিমেইল বন্ধ হচ্ছে না, ‘আমরা এখানে থাকার জন্যই এসেছি’।
advertisement
তবে HTML ভিউ বন্ধ করে দিচ্ছে গুগল। ২০২৩-এর সেপ্টেম্বরেই এই সিদ্ধান্ত নিয়েছিল টেক জায়ান্ট কোম্পানি। গুগল সাপোর্ট পেজে ঘোষণাও করে দেওয়া হয়েছিল, ২০২৪-এর জানুয়ারির পর থেকে জিমেইল অ্যাক্সেস করার জন্য ডিফল্ট HTML ভিউ থেকে স্ট্যান্ডার্ড ভিউতে চলে যাবে। HTML ভিউতে খুব সহজে মেল চেক করতে পারতেন ইউজাররা। খারাপ নেটওয়ার্কে, যেখানে স্ট্যান্ডার্ড ভিউ লোড হতে সমস্যা হত, সেখানে HTML ভিউতে মেল চেক করতে পারতেন ইউজাররা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail: অগাস্ট থেকে জিমেইল বন্ধ হয়ে যাচ্ছে? আসল সত্যি জানালেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement