ছবি সাজিয়ে দেবে AI! নতুন ফিচার আসছে Google Photo-তে

Last Updated:

মানুষকে আরও সাহায্য করতে প্রযুক্তির নতুন নতুন কলা-কৌশল কাজে লাগাচ্ছে একের পর এক সংস্থা। এবার Google ব্যবহার করছে AI, তার বিশেষ Photo প্ল্যাটফর্মের জন্য। জানা গিয়েছে, একটি নতুন ফিচার রোল আউট করতে চলেছে Google।


ছবি সাজিয়ে দেবে AI! নতুন ফিচার আসছে Google Photo-তে
ছবি সাজিয়ে দেবে AI! নতুন ফিচার আসছে Google Photo-তে
কৃত্রিম মেধার দাপট ক্রমশ বাড়ছে। পৃথিবীর দখল নিতে বদ্ধপরিকর মানুষের হাতে তৈরি ‘মগজ’। তবে এর সুফলটাই আসল। অন্তত সেই কারণে এর সৃষ্টি।
মানুষকে আরও সাহায্য করতে প্রযুক্তির নতুন নতুন কলা-কৌশল কাজে লাগাচ্ছে একের পর এক সংস্থা। এবার Google ব্যবহার করছে AI, তার বিশেষ Photo প্ল্যাটফর্মের জন্য। জানা গিয়েছে, একটি নতুন ফিচার রোল আউট করতে চলেছে Google।
advertisement
advertisement
এই নতুন ফিচারের পিছনে মূখ্য চালিকাশক্তি অবশ্যই কৃত্রিম মেধা বা AI, আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স। Google Photo যেকোনও ব্যবহারকারীর তোলা ছবি সাজিয়ে গুছিয়ে রাখে। নতুন ফিচার কার্যকর হলে, ব্যবহারকারীর লাইব্রেরিতে থাকা ছবি সাজিয়ে দেবে AI, শুধু তাই নয় আরও সুসংবদ্ধ ভাবে রাখা থাকবে।
জানা গিয়েছে, AI স্বয়ংক্রিয় ভাবে এক ধরনের শটগুলিকে একত্রিত করে রাখবে। তার ফলে লাইব্রেরিতে বিশৃঙ্খলতা হ্রাস পেতে পারে বলে মনে করা হয়। ব্যবহারকারী আরও সহজে ছবি বাছাই করে নিতে পারবেন। স্ক্রিনশট এবং নথিগুলিকে স্বয়ংক্রিয় ভাবে নতুন অ্যালবামে যেমন রাখতে পারবেন।
advertisement
Photo Stack নামের ফিচারটি কাজ করবে এক ধরনের ছবিকে একত্রিত করতে। সেক্ষেত্রে দেখা হব, ছবির বিষয়বস্তু, কোন সময় সেগুলি তোলা হয়েছে, ইত্যাদি বিষয়। এখানে স্বয়ংক্রিয় ভাবে একটি Top Pick নির্বাচন করে স্ট্যাকের সেরা ছবি হিসেবে তুলে ধরাও হবে। ব্যবহারকারী অবশ্য নিজেও এই শীর্ষ বাছাইটি করে নিতে পারেন।
স্ক্রিনশটগুলির জন্য স্বয়ংক্রিয় ভাবে কিউরেট করা হবে অ্যালবাম। নথিপত্রের জন্য নতুন ‘ডকুমেন্টস’ বিভাগ চালু হতে পারে। ফলে একটি ট্যাবে খুঁজলেই সব ছবি পাওয়া যাবে সহজে।
advertisement
শুধু তাই নয় Google Photo অ্যাপের মধ্যে এখন রিমাইন্ডারও চালু করা যেতে পারে। কারণ এখন, ছবি থেকে টেক্সট বা তারিখের তথ্যের তুলে সরাসরি ক্যালেন্ডার সিঙ্ক করার অনুমতি দেবে Google৷ অ্যাপটি ৩০ অন্তর স্বয়ংক্রিয় ভাবে ছবি বা নথি সংরক্ষণ করবে। ইন্টারফেসের জটিলতা কমানোর জন্য সেগুলি অ্যালবামে লুকিয়ে রাখা হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ছবি সাজিয়ে দেবে AI! নতুন ফিচার আসছে Google Photo-তে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement