Aadhar Card: মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই! তাও ঝামেলা ছাড়াই করা যাবে এই ৮ কাজ

Last Updated:

এমন কিছু পরিষেবা রয়েছে যা মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করা না থাকলেও পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৮টি পরিষেবা কী কী৷

মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই! তাও ঝামেলা ছাড়াই করা যাবে এই ৮ কাজ
মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই! তাও ঝামেলা ছাড়াই করা যাবে এই ৮ কাজ
আধার হল একটি ১২ সংখ্যার স্বতন্ত্র সনাক্তকরণ নম্বর, যা ভারত সরকারের তরফে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI দ্বারা জারি করা হয়েছে। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এটি একটি বৈধ পরিচয় প্রমাণ হিসাবে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা গৃহীত হয়।
অনলাইনে বেশিরভাগ আধার পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য রেজিস্টারড মোবাইল নম্বর অপরিহার্য এবং এটি আধার কার্ডের নিরাপত্তাও বাড়ায়। কিন্তু, এমন কিছু পরিষেবা রয়েছে যা মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করা না থাকলেও পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ৮টি পরিষেবা কী কী৷
আধার পিভিসি কার্ড অর্ডার –
মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করা না থাকলেও অনলাইনে ওয়ালেট আকারের আধার পিভিসি কার্ড অর্ডার করা যেতে পারে। আধার পিভিসি কার্ডকে হলোগ্রাম সহ আরও সুরক্ষিত বলা হয়।
advertisement
advertisement
আধার পিভিসি কার্ডের স্টেটাস যাচাই –
একটি আধার পিভিসি কার্ড অর্ডার করতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্টার করার প্রয়োজন নেই। একইভাবে ইতিমধ্যেই অর্ডার করা পিভিসি কার্ডের স্টেটাস যাচাই করার জন্য মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করার প্রয়োজন নেই।
advertisement
আধার তালিকাভুক্তি এবং আপডেট স্টেটাস যাচাই –
আধার তালিকাভুক্তির অবস্থার পাশাপাশি ঠিকানার তারিখ বা অন্য কিছুর আপডেটের জন্য মোবাইল নম্বরের প্রয়োজন নেই।
তালিকাভুক্তি কেন্দ্র সনাক্ত –
অনলাইনে কাছাকাছি যে কোনও আধার সেবা কেন্দ্র খুঁজে পাওয়া যেতে পারে। এর জন্য শুধু UIDAI ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। এরপর রাজ্যের নাম এবং তার পিন কোড লিখতে হবে৷
advertisement
অ্যাপয়েন্টমেন্ট বুক –
তালিকাভুক্তি বা আপডেটের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করার প্রয়োজন নেই৷
আধার বৈধতা পরীক্ষা –
একটি আধার ঠিকানার যাচাইকরণের জন্য একজন ব্যক্তি যখন অনুরোধ করেন, যখন তাঁর আবাসিক ঠিকানা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় পরিবর্তিত হয়। আবেদনকারীর নতুন ঠিকানা যাচাই করার পরে UIDAI দ্বারা এটি করা হয়। এর জন্য মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করার প্রয়োজন নেই।
advertisement
একটি অভিযোগ দায়ের –
কারও যদি আধার কার্ড সংক্রান্ত কোনও অভিযোগ থাকে, তাহলে তিনি UIDAI ওয়েবসাইটে তা ফাইল করতে পারেন। এর জন্য একটি টোল ফ্রি নম্বরও ১৯৪৭ রয়েছে৷ এছাড়াও ই-মেলের মাধ্যমে – help@uidai.gov তা করা যেতে পারে।
অভিযোগের স্টেটাস পরীক্ষা –
যে কোনও আধার কার্ড-সম্পর্কিত অভিযোগের স্টেটাস পরীক্ষা করা যেতে পারে। এর জন্য মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করার প্রয়োজন নেই।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Aadhar Card: মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই! তাও ঝামেলা ছাড়াই করা যাবে এই ৮ কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement