Android 13 বেটা ভার্সনের টিভি? স্মার্ট টিভি নিয়ে এবার কী ভাবছে Google?

Last Updated:

Google : গুগল অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন ব্যবহার করতে চলেছে টিভিতে। এর ফলে স্মার্ট টিভির সেটিংয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে।

#নয়াদিল্লি: অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) নিয়ে অনেক দিন ধরেই অনেক কথা শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল যে অ্যান্ড্রয়েড ১৩ চালু করা হতে পারে বিভিন্ন ধরনের স্মার্টফোন এবং ট্যাবলেটে। সে জল্পনায় সম্প্রতি সিলমোহর পড়েছে গুগল আই/ও ২০২২ (Google I/o 2022)/ অনুষ্ঠানে, লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড ১৩। কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে যে গুগল নিয়ে আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনের টিভি। অ্যান্ড্রয়েড ১৩ বেটা চালু করা হতে পারে গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভিতে। অ্যান্ড্রয়েড টিভিতে অ্যান্ড্রয়েড ১৩ বেটা ভার্সন ব্যবহার করার ফলে সেটি হয়ে যাবে একটি স্মার্ট টিভি এবং বিভিন্ন ধরনের চ্যানেল স্ট্রিমিং করা সম্ভব হবে। ডেভেলপাররা অনেকদিন ধরেই কাজ করে চলেছে বেটা ভার্সন যুক্ত টিভি নিয়ে আসার জন্য। অ্যান্ড্রয়েড ১৩ বেটা ভার্সনের মাধ্যমে আসতে চলেছে নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্ট টিভি।
গুগল অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন ব্যবহার করতে চলেছে টিভিতে। এর ফলে স্মার্ট টিভির সেটিংয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে। এর মাধ্যমে টিভির ইন্টারফেসে পরিবর্তন হবে। কিন্তু জানা গিয়েছে যে অ্যান্ড্রয়েড ১২-র (Android 12) ইন্টারফেসের থেকে অ্যান্ড্রয়েড ১৩-র ইন্টারফেসের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করা হবে না। জানা গিয়েছে যে আগামী কয়েক মাসে গুগল স্মার্ট টিভিতে বেশ কিছু ফিচার যুক্ত করতে পারে। বিগত বছরে যে সমস্ত টুল ব্যবহার করা হত, তার পরিবর্তে নিয়ে আসা হতে পারে নতুন টুলস। একই সঙ্গে নতুন স্মার্ট টিভিতে ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের নতুন সফটওয়্যার। কারণ এখন নতুন মডেলের টিভি বেশি লঞ্চ করা হচ্ছে। এর ফলে আগের বিভিন্ন ফিচার এবং টুলসের ক্ষেত্রে কিছুটা হলেও প্রতিযোগিতায় পিছিয়ে থাকার ঝুঁকি থেকে যাচ্ছে। এর ফলে গুগলের তরফে ব্যবহার করা হতে চলেছে ওয়েওয়ার্ড সফটওয়্যার সেটআপ। গুগলের বিভিন্ন পার্টনার এবং ম্যানুফ্যাকচার এই একই সফটওয়্যার সেটআপ ব্যবহার করতে চলেছে।
advertisement
advertisement
১১ মে, ২০২২ থেকে নিজস্ব চ্যানেলে লাইভ মাধ্যমে অনুষ্ঠিত হয়ে চলেছে গুগল আই/ও ২০২২। এখন সকলের চোখ এটার উপরেই। মনে করা হচ্ছে সেখানেই গুগল ঘোষণা করতে পারে তাদের নতুন অ্যান্ড্রয়েড ১৩ টিভি ভার্সনের ফিচার এবং আপগ্রেড সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী অ্যান্ড্রয়েড টিভি ১৩ পরীক্ষা করেছে পিকচার ইন পিকচার মোড। এর ফলে মনে করা হচ্ছে গুগল নতুন অ্যান্ড্রয়েড ১৩ টিভিতে ব্যবহার করতে পারে লেটেস্ট ডিসপ্লে রেশিও ফিচার। এবার শুধু দেখার জল্পনার কতটা মেলে আর কখনই বা গুগল এর ঘোষণা করে!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android 13 বেটা ভার্সনের টিভি? স্মার্ট টিভি নিয়ে এবার কী ভাবছে Google?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement