Alia Bhat-Vipin Kumar| Viral Video: 'ল্যান্ড করা দো' ভাইরাল যুবকের সঙ্গে প্যারাগ্লাইডিং করলেন আলিয়া ভাট! মাঝ আকাশে খাওয়ালেন চকলেট!

Last Updated:

Alia Bhat-Vipin Kumar| Viral Video: বিয়ের পরেই সামনে এল আলিয়া ভাটের নতুন রূপ। এবার তিনি খুঁজে বার করলেন ২০১৯- প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভাইরাল হওয়া যুবককে! আকাশে উঠে যুবককে এবার গাইড করলেন আলিয়া! ভাইরাল ভিডিও

photo source collected
photo source collected
#মুম্বই:  ২০১৯ সালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। 'ল্যান্ড করা দো'! সেই ভিডিওতে দেখা গিয়েছিল ভিপিন কুমার নামের এক ব্যক্তি বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন মানালি। সেখানে গিয়ে তিনি প্যারাগ্লাইডিং করেছিলেন। কিন্তু মজার বিষয় হল, প্যারাগ্লাইডিং শুরু হতেই হাত পা ছুড়ে কান্না শুরু করেন ভিপিন কুমার। সে বার বার অনুরোধ করতে থাকে, "যে আমাকে নামিয়ে দাও ভাই, তুমি যা চাইবে দেব। আমি জীবনে আর কখনও উঠব না। ৫০০ টাকা বেশি নিয়ে নাও কিন্তু আমাকে নামিয়ে দাও।" এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
এর পর থেকে ওই ব্যক্তির নাম হয়ে যায় 'ল্যান্ড করা দো' ভাইরাল যুবক। তবে তাঁকে ফের একবার প্যারাগ্লাইডিং করতে হল। তাও আলিয়া ভাটের সঙ্গে। বিশ্বাস হচ্ছে না তো! কিন্তু এটাই সত্যি। স্বয়ং আলিয়া ভাট এবার ভিপিন কুমারের গাইড হলেন। ভিপিনের পিঠে চেপে প্যারাগ্লাইডিং করালেন আলিয়া। এখানেও ভিপিন অনুরোধ করতে থাকেন, 'সরি ম্যাম, মুঝে ল্যান্ড করা দো।' ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়। তবে কী ভিপিন আলিয়ার সঙ্গে সিনেমা করছেন?
advertisement
advertisement
advertisement
না সিনেমা নয় একটি চকলেটের বিজ্ঞাপনে ভিপিনের সঙ্গে অভিনয় করলেন আলিয়া ভাট। ভাইরাল হওয়া সেই ভিডিওর মতো করেই বানানো হল এই বিজ্ঞাপন । ভিপিন এই ভিডিও শেয়ার করে লেখেন, "আমি কোনও দিন স্বপ্নেও ভাবিনি যে আলিয়া ম্যামের সঙ্গে আমি কথা বলতে পারব! সেখানে গোটা একটা বিজ্ঞাপনের শ্যুট করার সৌভাগ্য হল আমার। কে বলে মিম বা ভাইরাল ভিডিওর মেয়াদ কম। ২০১৯-এ ভাইরাল হওয়া ভিডিও বদলে দিয়েছে আমার জীবন। আমি আলিয়া ভাটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এমনকি তাঁর সঙ্গে বেশ অনেকক্ষণ শ্যুটিংয়ের সময় আড্ডাও হয়েছে।
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
যদিও এর আগে একটি রিয়েলিটি শোতেও ডাকা হয়েছিল 'ল্যান্ড করা দো' যুবককে। সেখানে শেহনাজ গিলের সঙ্গে তাঁকে এক সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা গিয়েছিল। তবে এই বিজ্ঞাপন তো একেবারেই বদলে দিল ভিপিনের জীবন। উত্তর প্রদেশের বাসিন্দা ভিপিন ফের একবার ভাইরাল। তবে এবার তাঁর সঙ্গে রয়েছেন রণবীর পত্নী আলিয়া ভাট!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhat-Vipin Kumar| Viral Video: 'ল্যান্ড করা দো' ভাইরাল যুবকের সঙ্গে প্যারাগ্লাইডিং করলেন আলিয়া ভাট! মাঝ আকাশে খাওয়ালেন চকলেট!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement