Google Docs: একই সঙ্গে সিলেক্ট করা যাবে অনেক লেখা! তার পর? জানুন গুগল ডকস-এর নয়া ফিচার নিয়ে!

Last Updated:

Google Docs: এটি এনেবল না করা হলেও এর মাধ্যমে কপি এডিটিং করা যাবে।

#নয়াদিল্লি: গুগলের (Google) একটি অতি জনপ্রিয় ওয়ার্কস্পেস ইকোসিস্টেম হল গুগল ডকস (Google Docs)। এটি ব্যবহার করা হয় অনেক ধরনের কাজের ক্ষেত্রে। এই সপ্তাহে গুগল ডকস নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এর মাধ্যমে একই সঙ্গে আলাদা আলাদা দুটি ব্লক সিলেক্ট করা সম্ভব হবে। এটি ইউজারদের খুবই সাহায্য করবে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে। গুগল একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, নতুন এই ফিচারের মাধ্যমে একই সঙ্গে সিলেক্ট করা যাবে অনেকগুলি লেখা। সেই সমস্ত লেখা সিলেক্ট করে সেটাকে ডিলিট, কপি, পেস্ট ফরম্যাট ইত্যাদি করা যাবে। জানা গিয়েছে যে গুগলের নতুন এই ফিচার চালু করা হয়েছে ডিফল্ট হিসাবে। এর ফলে এটি এনেবল না করা হলেও এর মাধ্যমে কপি এডিটিং করা যাবে।
গুগল নিয়ে এসেছে নতুন এডিট অপশন। এটি নিয়ে আসা হয়েছে ওয়ার্কস্পেস কাস্টমার, লিগাসি জি স্যুট বেসিক এবং বিজনেস কাস্টমারদের জন্য। জানা গিয়েছে যে গুগলের তরফে এটি চালু করা হবে মে মাসের ২৫ তারিখ থেকে। গুগলের এই নতুন এডিট অপশন সবাই ব্যবহার করতে পারবেন এটি চালু করার ১৫ দিনের মধ্যে। গুগল ডকসের মাল্টি সিলেক্টিং টেক্সট একই খুবই সুবিধাজনক ফিচার। নতুন এই ফিচারের ক্ষেত্রে গুগল ব্যবহার করেছে ক্লাসিক সিলেক্ট এবং কন্ট্রোল/কমান্ড টুল। এক নজরে দেখে নেওয়া যাক নতুন এই ফিচার কী ভাবে ব্যবহার করতে হবে।
advertisement
কোনও লেখার বিভিন্ন প্যারায় ফরম্যাট করতে হলে প্রথমে সিলেক্ট করতে হবে প্রথম টেক্সট অথবা বাক্য। এরপর প্রেস করতে হবে কন্ট্রোল অথবা কমান্ড বাটন উইন্ডোজ অথবা ম্যাকওএস সিস্টেমের ক্ষেত্রে। এরপর নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। এর আগে যে কোনও একটা টেক্সট সিলেক্ট করে সেটা এডিট করা যেত। এখন নতুন ফিচারের সাহায্যে একসঙ্গে অনেকগুলো টেক্সট সিলেক্ট করে সেটা এডিট করা সম্ভব।
advertisement
advertisement
গুগলের তরফে জানানো হয়েছে যে, নতুন এই ফিচারের মাধ্যমে যে কোনও দুটি ব্লক অথবা টেক্সট সিলেক্ট করা যাবে। এছাড়াও এই ফিচারের মাধ্যমে টেক্সটের হাইলাইট, ফন্ট টাইপ, সাইজ, কালার ইত্যাদি পরিবর্তন করা যাবে। এর ফলে যে কোনও দুটি হেডিং একবারেই এডিট করা সম্ভব হবে। জানা গিয়েছে যে গুগল আরও বিভিন্ন ধরনের নতুন ফিচার যুক্ত করতে চলেছে গুগল ডকসে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Docs: একই সঙ্গে সিলেক্ট করা যাবে অনেক লেখা! তার পর? জানুন গুগল ডকস-এর নয়া ফিচার নিয়ে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement