Google: Google-এ আসছে একগুচ্ছ পরিবর্তন! কেমন হবে Android-এর চেহারা, দেখে নিন এক নজরে
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Google: Google-এর ‘অ্যাট আ গ্লান্স অ্যাসিস্ট্যান্ট উইজেট’-এ কিছু বদল আনা হতে পারে, Lookout অ্যাপেও আসছে পরিবর্তন, Android Auto-তে Zoom কল সংযোজিত হতে পারে।
কলকাতাঃ Google তার মোবাইল অ্যাপ ও অন্য পরিষেবা ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। Google-এর ‘অ্যাট আ গ্লান্স অ্যাসিস্ট্যান্ট উইজেট’-এ কিছু বদল আনা হতে পারে, Lookout অ্যাপেও আসছে পরিবর্তন, Android Auto-তে Zoom কল সংযোজিত হতে পারে।
এরই সঙ্গে ব্র্যান্ডিং-এও পরিবর্তন আসতে পারে। যার লক্ষ্যই হল Android-এর ব্যবহারকে আরও একটু মজাদার করে তোলা। Android 14 লঞ্চ হওয়ার সময়ই এই আপডেট করা হতে পারে। তবে এটাও মাথায় রাখতে হবে যে, বেশিরভাগ নতুন অ্যান্ড্রয়েড ফিচারগুলি সারা বছর আপডেট হতে থাকবে, OS প্লাটফর্ম আপগ্রেডেশনের মতো কোনও বিষয় রাতারাতি নাও ঘটতে পারে।
advertisement
advertisement
নতুন উইজেট কেমন হতে পারে, ইতিমধ্যেই সেই বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এক্ষেত্রে একেবারে নতুন ডিজাইন আসতে চলেছে তা বলাই যায়। সেখানে ইভেন্ট, ভ্রমণ পরিকল্পনা, স্থানীয় আবহাওয়া সংক্রান্ত আরও বেশি তথ্য থাকতে পারে। Google Wallet-এও একটা আপডেট হচ্ছে। যাতে আরও সহজে বারকোড, QR কোড ব্যবহার করা যায়। এই জন্য আসছে বিশেষ ‘ফোটো ইম্পোর্ট’ ফিচার।
advertisement
এর বাইরে, Lookout অ্যাপ-এও নতুন ডিজাইন আসছে যাতে ক্ষীণদৃষ্টি শক্তি বা দৃষ্টিহীন ব্যক্তিরাও কাজ করতে পারেন সহজে। এবার থেকে Android Auto-তে থাকবে Zoom এবং Webex কলের সুবিধা। যদিও এই ফিচারটি এখনও পাওয়া যায়, তবে তা শুধুমাত্র অডিও ক্ষেত্রে।
সব থেকে বড় বিষয় হল, Google বদলে দিতে চলেছে অ্যান্ড্রয়েড লোগো। তার সঙ্গে Google-এর নিজস্ব লোগোর মিল থাকবে বলেই মনে করা হচ্ছে, এটি ত্রিমাত্রিক চেহারা পাবে। শুধু তাই নয়, এবার থেকে Android-এর বানান ক্যাপিটাল A দিয়ে শুরু হবে। Google-এর ব্র্যান্ড ম্যানেজার, জেসন ফোর্নিয়ার জানিয়েছেন, এর ফলে অ্যান্ড্রয়েড লোগো Google-এর ব্র্যান্ডিংয়ের সঙ্গে সাদৃশ্য তৈরি করবে। বলা হচ্ছে এটি বিভিন্ন রঙে তৈরি করা হবে, এবং প্রয়োজন মতো সেগুলি ব্যবহার করা হবে। এমনকী একটি লোগো তো লোমশ চেহারাও পেতে পারে।
advertisement
এছাড়াও Google আরও অনেক কিছু লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। Pixel 8 লঞ্চ করতে পারে আগামী ৪ অক্টোবর ২০২৩ তারিখে। সম্ভবত সেদিনই Android 14 রিলিজ করবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 12:58 PM IST