Gmail Account: গুগল নিজেই ডিলিট করতে পারবে জিমেল অ্যাকাউন্ট! সুরক্ষিত থাকতে এখনই করে নিন এই কাজ
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Gmail Account: বর্তমানে জিমেল একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ জিমেল ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় মেলের মাধ্যমে।
কলকাতাঃ বর্তমানে জিমেল একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ জিমেল ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় মেলের মাধ্যমে। অফিসের কাজ থেকে শুরু করে স্কুলের কাজ এবং ব্যক্তিগত প্রয়োজনেও জিমেল ব্যবহার করে হয়ে থাকে। কিন্তু, অনেক ইউজারের এই জিমেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। গুগল সম্প্রতি লাখ লাখ জিমেল ইউজারকে একটি ই-মেল পাঠিয়েছে। সেই ই-মেলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব ইউজার বিগত দুই বছর ধরে জিমেলে সক্রিয় নেই, তাঁদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে ডিলিট করা শুরু হবে। জিমেলের এই মেলের পর লাখ লাখ ইউজারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, জিমেল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে রক্ষণাবেক্ষণ করা হয়। তাই কোনও ইউজারের জিমেল অ্যাকাউন্ট ডিলিট করা হলে, তিনি অন্যান্য বিভিন্ন পরিষেবাগুলিও ব্যবহার করতে পারবেন না। ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট করার আগে, গুগল ই-মেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেবে। যাতে সেই ইউজার চাইলে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারেন।
advertisement
advertisement
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায় –
কোনও ইউজার যদি বিগত ২ বছর ধরে নিজেদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তাহলে তিনি সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারে। এর জন্য তাঁকে কোম্পানির বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে হবে। যেমন –
– ই-মেল সেন্ড করা বা পড়া।
– গুগল ড্রাইভ ব্যবহার করা।
advertisement
– ইউটিউব ভিডিও দেখা বা ছবি শেয়ার করা।
– প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যে কোনও কিছু সার্চ করা।
– যে কোনও তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা।
ইউজাররা এই সকল সার্ভিস ব্যবহার করলে, এই পরিস্থিতিতে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।
advertisement
কেউ যদি নিজেদের গুগল অ্যাকাউন্ট থেকে কোনও পণ্য বা পরিষেবা কিনে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। একইভাবে, যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে সেগুলিও নিরাপদ থাকবে। যে অ্যাকাউন্টগুলিতে আর্থিক উপহার কার্ড রাখা হয়েছে তাও ডিলিট করা হবে না।
কেউ যদি নিজেদের অ্যাকাউন্টটি নিজেদের বাচ্চাদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন, তাহলে এটি এখনও নিরাপদ থাকবে। অ্যাপ লঞ্চের জন্য যাঁরা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, সেই অ্যাকাউন্টগুলোও নিরাপদ থাকবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 5:42 PM IST