Google: Google ব্যবহারকারীদের জন্য বড়খবর! এই পরিষেবা আসছে সকলের জন্য
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
Google-এর এই বিশেষ ফিচার পিসি-র জন্য এসেছিল চলতি বছর মার্চে। তবে তখন শুধুমাত্র বিটা ভার্সনেই ছিল এর সুবিধা।
এবার নিজের কম্পিউটার থেকে ফাইল শেয়ার করা হতে চলেছে আরও সহজ। কারণ, Google অবশেষে Nearby Share অপশনে পরিবর্তন আনছে। আগে ব্যক্তিগত কম্পিউটারে বিটা ভার্সনেই শুধু এই পরিষেবা পাওয়া যেত। এবার থেকে সকলেই ব্যবহার করতে পারবনে Nearby Share।
যেকোনও ব্যবহারকারীই এই টুলটির সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন, কোনও রকম ‘বাগ’-ও বিরক্ত করবে না। Google-এর এই বিশেষ ফিচার পিসি-র জন্য এসেছিল চলতি বছর মার্চে। তবে তখন শুধুমাত্র বিটা ভার্সনেই ছিল এর সুবিধা। মনে করা হচ্ছে, Google এই টুলটি নিয়ে সন্তুষ্ট। তাই সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে তারা।
advertisement
Windows 10 বা Windows 11-এ চলে এমন যেকোনও পিসি-তে কাজ করবে এই ফিচার। এজন্য Nearby Share ডাউনলোড করে নিতে হবে৷ Google একটি .exe ফাইল তৈরি করেছে, যা ডাউনলোড করা যেতে পারে। অ্যাপটি ইনস্টল করে নিতেও পারেন যেকেউ৷
advertisement
advertisement
Android ফোনে অবশ্য আগে থেকেই পাওয়া যায় এই ফিচার। গত কয়েক বছর ধরেই Nearby Share ফিচার অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাচ্ছে। এই টুলটি মূলত Android ব্যবহারকারীদের জন্য AirDrop সংস্করণ হিসেবে কাজ করে। তার ফলে একটি মোবাইল ডিভাইস থেকে অন্য মোবাইল ডিভাইসে ওয়্যারলেস ভাবে ফোটো, ডকুমেন্ট, অডিও বা ভিডিও ফাইল-সহ সব কিছু শেয়ার করা যেতে পারে। এবার থেকে এই একই ফিচার ব্যবহার করা যাবে কম্পিউটারেও। ফলে যেকোনও ব্যক্তি চাইলে তাঁর প্রয়োজনীয় ফাইল পিসি থেকে Android ফোনে সরিয়ে নিতে পারেন।
advertisement
ব্যবহারকারীরা তাঁদের ভিজিবিলিটি নির্ধারণ করতে পারবেন নিজেরাই। অর্থাৎ, কেউ চাইলে তবেই অন্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে কম্পিউটারটি।
কী ভাবে ব্যবহার করা যাবে, দেখে নেওয়া যাক এক নজরে—
– Nearby Share অ্যাপ ডাউনলোড করে নিজের Windows PC-তে ইনস্টল করতে হবে।
advertisement
– নিজের Google ID দিয়ে সাইন-ইন করতে হবে।
– ফাইল ট্রান্সফারের অনুমতি দিতে ডিভাইসের ভিজিবিলিটি মোড পরিবর্তন করে নিতে হবে।
– এবার নিশ্চিন্তে ওয়্যারলেস ভাবে অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ পিসিতে ফাইল পাঠান বা গ্রহণ করা যাবে।
তবে এই ফিচার ব্যবহার করার Windows PC-তে ওয়াই-ফাই এবং ব্লুটুথ সক্রিয় রাখতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2023 6:02 PM IST









