Electric Wire: বাড়ির সুরক্ষা বিদ্যুৎবাহী তারে! এই ভুল আপনিও করছেন না তো?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
গৃহস্থ্য বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য যেসব তার ব্যবহার করা হয়, তাতে গোলমাল থাকতে পারে। সাধারণত সকলেই চান সস্তার তার লাগাতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে যেকোনও ফিটিংয়ের আগে ভাল করে তার যাচাই করে দেখে নিতে হবে। অবশ্যই দেখে নিতে হবে, ওই তারে আইএসআই চিহ্ন আছে কিনা। যদি কোনও তারে আইএসআই চিহ্ন না থাকে, তাহলে তার গুণমানের কোনও নিশ্চয়তা থাকে না। শুধুমাত্র আইএসআই চিহ্নযুক্ত তারই মান-সম্পন্ন তার বলে মনে করা হয়। কারণ এই আইএসআই চিহ্ন হল ভারতে শিল্প পণ্যের মানক চিহ্ন।
advertisement







