ফ্রি ওয়াই ফাই ব্যবহার করেন ? তাহলে এখনই সাবধান হয়ে যান

Last Updated:

ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য।

#নয়াদিল্লি: শপিং থেকে ব্যাঙ্কিং এখন সমস্ত কিছুই অনলাইনে করার প্রবণতা বেড়ে গিয়েছে মানুষের মধ্যে ৷ এখন সকলের জীবন ইন্টারনেটের উপর এতটাই নির্ভরশীল যে এক মুহূর্তে নেট ছাড়া ভাবাই প্রায় অসম্ভব ৷ বাড়ি, কফি শপ থেকে রেলওয়ে স্টেশন তাই ফ্রি ওয়াই খোঁজা শুরু হয়ে যায় ৷ নিজের ডেটা বাঁচানোর জন্য ও হাই স্পিড ইন্টারনেটের পরিষেবা পেতে তাই ফ্রি ওয়াই ফাই পেলেই আর কিছু না ভেবে তাতে কানেক্ট করে ফেলি আমাদের ফোন ৷ একের পর এক অ্যাপ ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং, ফেসবুক থেকে না জানি আর কত কিছু করতে থাকি ৷ কিন্তু এতে নিজের কত বড় বিপদ ডেকে আনছেন ?
ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য। ওয়াই ফাই জোন অথার্ৎ একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে। এর জেরে বেশ কয়েকটি চ্যানেল তৈরি হয়ে থাকে ৷ পাবলিক ওয়াই ফাই ব্যবহার করলে আপনার সমস্ত তথ্যল দেখতে তৃতীয় ব্যক্তি ৷ ফলে আপনার তথ্য হ্যাক হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে ৷
advertisement
তাই এবার থেকে পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় আরও একটু সাবধান হয়ে যাবেন ৷ কোনও রকম আর্থিক লেনদেন পাবলিক ওয়াই ফাইয়ের মাধ‘মে করা এড়িয়ে যাওয়ায় ভালো ৷ কারণ হ্যাকাররা আপনার ব্যাঙ্কের তথ্য ও পাসওর্য়াড হ্যাক করে অনলাইন লেনদেন করে ফেলতে পারে খুব সহজেই ৷ তাই এবার থেকে অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফ্রি ওয়াই ফাই ব্যবহার করেন ? তাহলে এখনই সাবধান হয়ে যান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement