এ বার থেকে জনপ্রিয় পেজ মালিকদের যাচাই করবে ফেসবুক

Last Updated:
#কলকাতা: ভুয়ো সংবাদ ছড়িয়ে পড়ছে ফেসবুকে ৷ ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে এ বার নতুন ব্যবস্থা নিতে চলেছে ফেসবুক ৷ এ বার থেকে সক্রিয় ও জনপ্রিয় ফেসবুক পেজর মালিরকদের পরিচয় যাচাই করা হবে ৷
ফেসবুকের তরফে বিবিসিকে জানানো হয়েছে, এখন থেকে অনেক ফলোয়ার রয়েছে এমন পেজগুলো নিরীক্ষণ করা হবে। পেজের মালিকের পরিচয় যাচাই করে নেওয়া হবে। আর পরিচয় নিশ্চিত করা না গেলে ওই পেজের পোস্ট শেয়ার করার সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় বিজ্ঞাপনের একটি নীতিমালা চান তিনি। এ জন্য প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপনের ওই সূত্রের আরও তথ্য সংগ্রহ করার প্রয়োজন হতে পারে।
advertisement
advertisement
জুকারবার্গ আরও জানিয়েছেন, নির্বাচনী হস্তক্ষেপ অন্যান্য যে কোনও সমস্যার চেয়ে বড় একটি সমস্যা।
অনেকেই পরিচয় লুকিয়ে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে পেজ পরিচালনা করে। আর এ ধরনের ভুয়ো ব্যবহারকারীর প্রচারমূলক কার্যকলাপ ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ফেসবুক এ বিষয়ে এর চেয়ে বেশি তথ্য জানায়নি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এ বার থেকে জনপ্রিয় পেজ মালিকদের যাচাই করবে ফেসবুক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement