বদলে গেল Facebook! চেনা ‘F’ লোগো কি তবে থাকবে না?

Last Updated:

সম্প্রতি Facebook-এর ক্ষেত্রেও এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে না, Twitter-এর মতো ব্যাপক পরিবর্তন নয়। বরং খুব সামান্য পরিবর্তনের ছোঁয়া লেগেছে Facebook-এর লোগোতে।

পরিবর্তনের হাওয়া লেগেছে সমাজ মাধ্যমে। তেমনই মনে হচ্ছে অ্যাপগুলির দিকে তাকালে। কয়েক মাস আগে আগাগোড়াই প্রায় বদলে গিয়েছে সাবেক Twitter। ‘রিব্র্যান্ডিং’-এর দৌলতে যথাসম্ভব পরিবর্তন করা হয়েছে ওই প্লাটফর্মে। এমনকী দীর্ঘদিনের লোগো ল্যারি দ্য বার্ড-ও সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছে X লোগো। প্লাটফর্মের নামও হয়েছে X। বদলে গিয়েছে রঙও।
সম্প্রতি Facebook-এর ক্ষেত্রেও এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে না, Twitter-এর মতো ব্যাপক পরিবর্তন নয়। বরং খুব সামান্য পরিবর্তনের ছোঁয়া লেগেছে Facebook-এর লোগোতে। এতই সামান্য যে বেশির ভাগ মানুষ বিষয়টা ধরতেই পারেননি। তবে শ্যোনদৃষ্টি যাঁদের, তাঁদের নজর এড়ানো সম্ভব হয়নি।
প্লাটফর্মের ‘আইডেন্টিটি সিস্টেম’ উন্নত করার লক্ষ্যে Meta-র পক্ষ থেকে Facebook-এর লোগোতে পরিবর্তন করা হয়েছে বলে জানান হয়েছে। তবে খুব বিরাট পরিবর্তন কিছু নয়। সামান্য কিছু অংশে পরিবর্তন এসেছে। এমনকী সেই পরিবর্তন বোঝার জন্য বেশ খুঁটিয়ে দেখতে হচ্ছে।
advertisement
advertisement
কিন্তু এই পরিবর্তনের গুরুত্ব রয়েছে। অন্তত Facebook তাই চাইছে, তারা চাইছে ব্যবহারকারীরা সেই গুরুত্ব বুঝুন। সংস্থার ডিরেক্টর অফ ডিজাইন ডেভ এন বলেছেন, আমরা চেয়েছিলাম লোগোটা প্রায় একই রকম দেখতে থাক, কিন্তু তাতে থাক অগ্রগতি, চাকচিক্য আর আভিজাত্যের ছোঁয়া। ব্র্যান্ডের আইডেন্টিটি সিস্টেমের লক্ষ্যেই এই পরিবর্তন।
advertisement
কী পরিবর্তন হয়েছে—
লোগোর প্রেক্ষাপটে যে নীল রঙ থাকে, তা বেশ গাঢ় হয়েছে। আর সাদা দিয়ে লেখা f অক্ষরের নিচের অংশ একটু যেন চেপে গেছে। ফন্ট একই রয়েছে। ব্যাস, এইটুকুই পরিবর্তন এনেছে Meta। তবে তাদের দাবি, এটা প্রথম ধাপের পরিবর্তন।
বুধবার এক ব্লগ পোস্টে Meta জানিয়েছে, আমাদের লক্ষ্য ছিল একটা নতুন লোগো তৈরি করা, যা হবে আরও সাহসী, রোমাঞ্চকর এবং চিরস্থায়ী। প্রতিটি স্বতন্ত্র পরিমার্জনের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, যা অ্যাপের আইডেন্টিটির প্রতিনিধিত্ব করে। Meta ঘোষণা করেছে, অ্যাপে রি-অ্যাকশনের রঙের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে, যা আরও নতুনত্ব দেবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বদলে গেল Facebook! চেনা ‘F’ লোগো কি তবে থাকবে না?
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement