Facebook WhatsApp: এআই স্টিকার, ইমেজ, সঙ্গে চ্যাটবট, হোয়াটসঅ্যাপে এবার ইউজারদের জন্য একাধিক চমক

Last Updated:

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে এআই চ্যাটবট, তার সঙ্গে থাকবে এআই স্টিকার আর এআই ইমেজ ক্রিয়েট করার মজা।

এআই স্টিকার, ইমেজ, সঙ্গে চ্যাটবট, হোয়াটসঅ্যাপে এবার ইউজারদের জন্য একাধিক চমক
এআই স্টিকার, ইমেজ, সঙ্গে চ্যাটবট, হোয়াটসঅ্যাপে এবার ইউজারদের জন্য একাধিক চমক
মেটাভার্স থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় শিফ্ট করেছে মেটা। ফলে এর অধীনস্থ হোয়াটসঅ্যাপেও এবার আসতে চলেছে এআইয়ের ছোঁয়া, বিশ্ব জুড়ে লক্ষাধিক ইউজার তা দেখতে পাবেন আর কিছু দিনের মধ্যেই। স্পষ্ট ভাবে বললে, জানা গিয়েছে যে, এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে এআই চ্যাটবট, তার সঙ্গে থাকবে এআই স্টিকার আর এআই ইমেজ ক্রিয়েট করার মজা।
ইমোজি হোক বা জিআইএফ বা স্টিকার- এগুলোর মজা এখন আর আমাদের কাছেও ততটাও নেই, এটা বুঝে নিতে খুব একটা পরিসংখ্যানের দরকার পড়ে না। অন্য দিকে, সারা বিশ্ব এখন মেতেছে এআই প্রযুক্তিকে বিনোদনের হাতিয়ার করার কাজে। সেই লক্ষ্যেই এবার একধাপ এগিয়ে গেল মেটাও। ইউজারদের যাতে আরও বেশি সৃজনশীল এবং প্রাণবন্ত এক অভিজ্ঞতা দেওয়া যায়, সেই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ বলে এক বিবৃতিতে জানিয়েছে মেটা।
advertisement
advertisement
সঙ্গত কারণেই প্রশ্ন উঠবে, ঠিক কীভাবে এই ফিচারগুলো ব্যবহার করতে হবে। এক এক করে এবার তা দেখে নেওয়া যাক।
এআই স্টিকার
সবার আগে আসা যাক এআই স্টিকারের কথায়। জানা গিয়েছে যে এর জন্য ইউজারদের প্রথমে যেতে হবে জিআইএফ সেকশনে। এর পর ক্রিয়েট বাটনে ক্লিক করে পছন্দমতো এআই স্টিকার তৈরি করা যাবে- শুধু এআইকে টেক্সট করে জানাতে হবে ঠিক কী আমাদের দরকার। ইউজারের নির্দেশ অনুযায়ী স্টিকার তৈরি করে দেবে এআই, আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষায় নির্দেশ দেওয়ার ফিচার থাকছে, পরে অন্য ভাষা অন্তর্ভুক্ত করা হতে পারে। এমু নামের এক ধরনের ইমেজ জেনারেশন মডেল তৈরি করছে সংস্থা তাদের লামা ২ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে।
advertisement
এআই ইমেজ
এআইয়ের সাহায্যে বা বলা ভাল তাকে নির্দেশ দিয়ে ছবি তৈরি করার নানা নমুনা আমরা প্রায়শই দেখছি, জনপ্রিয় তারকার ফটোশ্যুট থেকে ছবি আঁকা, সবই চলছে, এটাই এবার যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে। এর জন্য ইউজারদের টেক্সট করতে হবে @ Meta AI/imagine prompt-এ, জানাতে হবে লিখে কী করতে হবে, বাকি কাজ করে দেবে এআই, ছবি তৈরি হয়ে যাবে চোখের নিমেষে, তার পর শুধু তা শেয়ার করার পালা।
advertisement
এআই চ্যাটবট
কোনও কিছু জানার জন্য চ্যাটবটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা হোয়াটসঅ্যাপও হাতছাড়া করতে রাজি নয়। তাই এখানেও থাকছে সেই সুবিধা, উপহারের সাজেশন হোক বা অন্য কিছু জিজ্ঞাস্য, হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবট ইউজারদের সব দরকার মেটাবে, তাও আবার রিয়েল টাইম ইনফরমেশন দেবে, এই কাজে অংশীদারিত্ব রয়েছে Bing-এরও। শুধু টেক্সট করতে হবে @ meta AI-তে, পাওয়া যাবে সব প্রশ্নের উত্তর।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook WhatsApp: এআই স্টিকার, ইমেজ, সঙ্গে চ্যাটবট, হোয়াটসঅ্যাপে এবার ইউজারদের জন্য একাধিক চমক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement