ইউএসভি কন্ডোম! নাম শুনেছেন? কী কাজ করে এটি? জেনে রাখলে আপনারই লাভ
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
USV Condom- অনেকেই বেড়াতে গিয়ে বা কাজের জন্য পাবলিক প্লেসেই ফোন বা ল্যাপটপ চার্জ দেন। কিন্তুজানেন না যেপাবলিক প্লেসে চার্জিংয়ের সময় গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, হামেশাই ঘটে এমনটা। তাহলে উপায়?
কলকাতা: এখন সবার হাতে স্মার্টফোন। ঘর ভর্তি ইলেকট্রনিক ডিভাইস। আর এসবেই রয়েছে ইউজারের প্রাণভোমরা – ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ, ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা।
অনেকেই বেড়াতে গিয়ে বা কাজের জন্য পাবলিক প্লেসেই ফোন বা ল্যাপটপ চার্জ দেন। কিন্তুজানেন না যেপাবলিক প্লেসে চার্জিংয়ের সময় গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ, হামেশাই ঘটে এমনটা। তাহলে উপায়?
আরও পড়ুন- জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ! কাজ সেরেই বান্ধবীকে বিয়ে করে ফেললেন ব্যক্তি
এই ধরণের বিপদ থেকে বাঁচার একটাই উপায় রয়েছে। সেটা হল USB Condom। পাবলিক প্লেসে ডেটা চুরির হাত থেকে এটাই বাঁচাবে। ইউজারের ডেটার নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করবে। এখন USB Condom কী এবং কীভাবে কাজ করে দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
USB Condom কী: USB Condom হল একটি ছোট পোর্টেবল ডিভাইস। এটা ডিভাইসের চার্জিং পোর্টে লাগাতে হয়। সঙ্গে সঙ্গে ইউজারের স্মার্টফোন বা ল্যাপটপকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে এই পোর্টেবল ডিভাইস।
নিশ্চিত থাকা যায় যে আর কোনওভাবেই ডেটা ট্রান্সফার হবে না। এর মাধ্যমে চার্জ করাও যায়। আর ডেটা ট্রান্সফারকে ব্লক করা তো আছেই। সোজা কথায়, ইউজারের অনুমতি ছাড়া কেউ ডিভাইস থেকে কোনওরকম তথ্য নিতে পারবে না।
advertisement
আরও পড়ুন- পোষ্য নিয়ে সমস্যা, বৃদ্ধ দম্পতিকে সপাটে চড় যুবতীর! দেখুন ভিডিও
USB Condom-এর প্রয়োজনীয়তা: USB Condom দু’রকম সুরক্ষা প্রদান করে। ইউজারের ডিভাইসকে জুস জ্যাকিং থেকে বাঁচায়। সঙ্গে ডেটা চুরি যাওয়ার হাত থেকে রক্ষা করে। যাঁরা পাবলিক প্লেসে ডিভাইস চার্জ করেন, তাঁদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়।
জুস জ্যাকিং থেকে সুরক্ষা দেয়: পাবলিক প্লেসের চার্জিং পোর্টগুলিতে প্রায়ই ম্যালওয়্যার এবং তথ্য চুরি করার সরঞ্জাম থাকে। USB Condom ইউজারকে এই ধরণের বিপদ থেকে রক্ষা করে। যাবতীয় তথ্য এবং ডিভাইস থাকে সুরক্ষিত।
advertisement
ডেটা চুরির হাত থেকে রক্ষা করে: কনট্যাক্ট, ছবি, ভিডিও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলসের মতো ডিভাইসে থাকা ব্যক্তিগত ডেটার উপর নিরাপত্তার চাদর বিছিয়ে দেয় USB Condom। ইউজারের অনুমতি ব্যাতীত সেই তথ্য হাতানো অন্যের পক্ষে সম্ভব নয়।
USB Condom কোথায়, কীভাবে ব্যবহার করতে হয়: USB Condom ছোট কিন্তু শক্তিশালী ডিভাইস। ডেটা সুরক্ষিত রাখাই এর কাজ। যাঁরা প্রায়ই মেট্রো স্টেশন, রেলস্টেশন, বাসস্ট্যান্ডের মতো পাবলিক প্লেসে ডিভাইস চার্জ করেন, তাঁদের অবশ্যই USB Condom ব্যবহার করা উচিত।
advertisement
এটা ব্যবহার করাও সহজ। USB Condom ডিভাইসের চার্জিং পোর্টে প্লাগ করে তাতে চার্জার লাগাতে হবে। ব্যস, পাবলিক প্লেসে চার্জি করার সময় আর দুশ্চিতায় ভুগতে হবে না।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 4:24 PM IST