Man Performs living wife shradh: জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ! কাজ সেরেই বান্ধবীকে বিয়ে ব্যক্তির, বিস্তারিত জানুন

Last Updated:

Man Performs living wife shradh: পবন প্যাটেল নামের ওই ব্যক্তি, যিনি তালাগ্রাম থানার ভাওয়ানি সারাইয়ের বাসিন্দা, দাবি করেছেন যে তার প্রথম স্ত্রী না কি মারা গিয়েছেন৷  তাই দ্বিতীয় বিয়েকে বৈধতা দিতেই তিনি আচার মেনে সব কাজ করেছেন৷

জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি
জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি
advertisement
কনৌজ: উত্তর প্রদেশের কনৌজ থেকে একটি অদ্ভুত কেস সামনে উঠে এসেছে।  এখানে এক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে৷ এই প্রতারনার ঘটনাটিও অদ্ভুত৷ বিস্তারিত জানলে আপনিও অবাক হয়ে যাবেন৷
advertisement
এই ব্যক্তির বউ বাচ্চা সবই ছিল৷ কিন্তু সে অন্য মেয়ের প্রেমে পরেন৷ এবং প্রথম স্ত্রী এখনও জীবিত থাকা সত্ত্বেও তিনি সেই মহিলাকে বিয়েও করেছেন। পবন প্যাটেল নামের ওই ব্যক্তি, যিনি তালাগ্রাম থানার ভাওয়ানি সারাইয়ের বাসিন্দা, দাবি করেছেন যে তার প্রথম স্ত্রী না কি মারা গিয়েছেন৷  তাই দ্বিতীয় বিয়েকে বৈধতা দিতেই তিনি আচার মেনে সব কাজ করেছেন এবং প্রথম স্ত্রী-এর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেছেন।
advertisement
এমন অবস্থায় আসরে নামেন প্রথম স্ত্রী৷  যিনি দাবী করেন যে, পবন তাঁর সঙ্গে প্রতারণা করেছে৷ এবং সেই মতো পুলিশের কাছে অভিযোগও করেছে সে৷ তিনি এটাও জানিয়েছেন, জীবিত থাকা অবস্থাতেও প্রথম স্ত্রী-এর শ্রাদ্ধ তিনি কী ভাবে করতে পারেন৷ ওই মহিলা আরও দাবি করেছেন যে, প্যাটেল তাদের দুই সন্তানকে জোর করে নিয়ে গিয়ে নিজের কাছে রেখেছে৷ ফলে তিনি সমর্থনহীন হয়ে পড়েছেন।
advertisement
ন্যায়ের আবেদন নিয়ে মহিলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন এই মহিলা৷ তার স্বামীর কার্যকলাপ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি আগে থেকেই তার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতেন, যার ফলে তিনি তার পরিবারকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন কানপুরে। তবে, স্বামীর সাম্প্রতিক বিয়ে এবং তাদের সন্তানদের অপহরণের কারণে, তিনি আইনগত প্রতিকার পেতে দৃঢ় প্রতিজ্ঞ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Performs living wife shradh: জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ! কাজ সেরেই বান্ধবীকে বিয়ে ব্যক্তির, বিস্তারিত জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement