এই পাঁচটি জিনিস Google-সার্চ করবেন না, ধরা পড়লেই হতে পারে জেল
- Published by:Suman Majumder
Last Updated:
Google search: কোন কোন জিনিস গুগল সার্চ করা যায় না! করলেই জেল!
কলকাতা: গুগল সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। কিছু জানার জন্য অনেকেই গুগল ব্যবহার করেন। তবে জানেন কি, আপনি চাইলেই সব কিছু গুগলে অনুসন্ধান করতে পারবেন না।
কিছু জিনিস আছে যা গুগল সার্চ করা বেআইনি। গুগলে সেসব কন্টেন্ট সার্চ করার জন্য আপনি জেলে যেতে পারেন। তাই ভেবেচিন্তে গুগল সার্চ করুন। এমন কিছু কন্টেন্টের কথা আপনাদের বলব, যা গুগলে একেবারেই সার্চ করা উচিৎ নয়।
অনেক সময় মানুষ এমন জিনিস অনুসন্ধান করে, যার কোনো অর্থ থাকে না। কিন্তু সেগুলো সার্চ করেও অনেকে নিজেদের সমস্যায় ফেলতে পারে। যেমন- বোমা বানানোর কৌশল। ভুল করেও সেটা অনুসন্ধান করবেন না।
advertisement
advertisement
আরও পড়ুন- ফেসবুকে ব্লু-টিক কীভাবে পাওয়া যায়? এখন পদ্ধতি খুব সহজ, জেনে নিন
সাইবার সেল এসব সার্চ-এর উপর নজর রাখে। নিরাপত্তা সংস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ধরা পড়লে জেল যেতে হতে পারে।
সোশ্যাল মিডিয়া বা গুগলে ব্যক্তিগত ছবি বা ভিডিও ফাঁস করাও গুরুতর অপরাধ বলে বিবেচিত হয়। সেই কারণে জেলও হতে পারে।
advertisement
গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করাও অপরাধ। ভারতীয় আইন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভপাত করা যায় না।
শিশু পর্নোগ্রাফির ব্যাপারেও ভারত সরকার খুবই কঠোর। গুগলে চাইল্ড পর্ণ সার্চ করা, দেখা বা শেয়ার করা অপরাধ। লঙ্ঘন করলে জেল হতে পারে।
আরও পড়ুন- এটাই এখন ভারতের এক নম্বর স্কুটার! বিক্রির রেকর্ডে ধারে-কাছে আর কোনও স্কুটি নেই
view commentsসিনেমা মুক্তির আগে অনলাইনে লিক হওয়া ভিডিও দেখা অপরাধ। অনলাইনে লিক ভিডিও ডাউনলোড করলে শাস্তি হতে পারে। ভারত সরকারের এই আইন লঙ্ঘন করলে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 3:10 PM IST