কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, মেটা এবার ব্লু টিক নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারে। এবার মেটার ডিরেক্টর মার্ক জাকারবার্গ জানালেন, যে কোনও ইউজার নিজের আইডি দিয়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে পারেন।
advertisement
2/5
এবার থেকে টাকা দিলেই ফেসবুকে যে কেউ ব্লু টিক পেতে পারেন। ওয়েব ও আইওএস-এর জন্য আলাদা চার্জ করা হবে। মেটার তরফে জানানো হয়েছে. ওয়েব ইউজারকে প্রতি মাসে ১১.৯৯ ডলার অর্থাৎ এক হাজার টাকা এবং আইওএস ইউজারকে প্রতি মাসে ১৪.৯৯ ডলার অর্থাৎ ১২০০ টাকা দিতে হবে।
advertisement
3/5
এই সাবস্ক্রিপশন সার্ভিস চলতি সপ্তাহেই চালু করেছে মেটা। ব্লু টি ব্যাজ থাকা প্রোফাইলকে আগের থেকে অনেক বেশি সুরক্ষা দেবে ফেসবুক।
advertisement
4/5
এই নতুন সার্ভিসে ফেসবুক ও ইনস্টাগ্রাম, দুই জায়গাতেই ব্লু টিক পাবেন ইউজাররা। তবে আপাতত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এই সার্ভিস চালু করেছে মেটা। ধীরে ধীরে সব দেশে এই সার্ভিস চালু হবে।
advertisement
5/5
মেটা জানিয়েছে, আগে থেকে যাঁরা ব্লু টিক প্রোফাইল ব্যবহার করছেন তাদের কোনও সমস্যা হবে না। তবে এবার সাধারণ কোনও ব্যক্তিও টাকা খরচ করে ব্লু টিক পেতে পারেন।